বিপিএল শুরু ৩ ফেব্রুয়ারি

বিপিএল নামটাই যেন বিতর্ক হয়ে দাঁড়িয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। সেটা ক্রিকেট হোক কিংবা ফুটবল। আর দুই দিন পর শুরু হচ্ছে বিপিএল-ক্রিকেট। যা নিয়ে কম সমালোচনা হচ্ছে না। এদিকে, বিপিএল-ফুটবল নিয়েও খুব একটা আশাবাদী হওয়া যাচ্ছে না। এরই মধ্যে টুর্নামেন্টটি ঘিরে দিন-তারিখ পরিবর্তন কিংবা ভেন্যু কমানো বাড়ানোসহ একেক সময় একেক রকম কথা শোনা যাচ্ছে।

রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও যেন শেষ কথা বলে কিছু নেই।

কদিন আগে এক বিবৃতিতে ফুটবল পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী জানিয়েছিলেন, ৩ ফেব্রুয়ারি থেকে বিপিএল শুরু হওয়ার কথা থাকলেও তা এগিয়ে আনা হচ্ছে ওমিক্রণের প্রভাব বাড়ার শঙ্কায়। তবে নতুন খবর হচ্ছে, আগের সূচি ৩ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। এমনটাই জানিয়েছেন সালাম মুর্শেদী।

এদিকে, কমেছে ভেন্যু সংখ্যাও। ৯ টির পরিবর্তে ৭ টি ভেন্যুতে হবে খেলা হবে। জানা গেছে, টঙ্গী ও ময়মনসিংহে খেলা হচ্ছে না। কুমিল্লা ছাড়া সব ভেন্যুতে যথাসময়ে খেলা শুরু হবে। ৭ টি ভেন্যু: বসুন্ধরা, সিলেট, মুন্সিগঞ্জ, রাজশাহী, টঙ্গী, কুমিল্লা, গোপালগঞ্জ।

এদিকে, এ টুর্নামেন্টেও বিদেশি রেফারি আপাতত পাওয়া যাচ্ছে না।

লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, ‘কুমিল্লার মাঠে ক্রিকেট পিচ আছে। সেখানে ফুটবল আয়োজনে সমস্যা হতে পারে। তাই এই ভেন্যু বাদ দেওয়া হয়েছে। করোনা বাড়ছে।’

শুধু তাই নয়, করোনা প্রকোপ বাড়ার আগেই মাঠে খেলা শুরু করতে চেয়েছিল বাফুফে। বাংলাদেশের ইন্দোনেশিয়া সফর বাতিল হওয়ায় ফুটবলাররা ঘরে বসেই সময় কাটাচ্ছে।

এসএইচ-২২/১৮/২২ (স্পোর্টস ডেস্ক)