বাংলাদেশের দায়িত্ব নিতে জেমি সিডন্স আসছেন বুধবার

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিতে বুধবার ঢাকায় পা রাখছেন জেমি সিডন্স।

অ্যাশওয়েল প্রিন্সের বিদায়ের পর টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সিডন্স। বুধবার বিকেল ৪টায় বাংলাদেশে পা রাখবেন এই অস্ট্রেলিয়ান কোচ। আপাতত বিপিএল দেখে পরিকল্পনা সাজাবেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে ১২ ফেব্রুয়ারি শুরু হবে টাইগারদের প্রাথমিক অনুশীলন। ১৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালের পর শুরু হবে মূল অনুশীলন। এর আগে ২০০৭ থেকে চার বছর বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্বে ছিলেন জেমি সিডন্স। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন।

আগের দফায় তার অধীনে ব্যাটিংয়ে ব্যাপক উন্নতি করেছিল টাইগাররা। সম্প্রতি চরম ব্যাটিং ব্যর্থতার মধ্য দিয়ে যাওয়া দলের উন্নতির জন্য আবারও সিডন্সের শরণাপন্ন হয়েছে বিসিবি। এবার তার চুক্তি দুই বছরের।

আন্তর্জাতিক ক্যারিয়ার বড় না হওয়ায় সিডন্স ঝুঁকে পড়েন কোচিংয়ে। ব্যাটিং কোচ হিসেবে তিনি সারাবিশ্বেই সমাদৃত।

বাংলাদেশের আশরাফুল, তামিম, মুশফিক, সাকিব ও রিয়াদদের পরিণত হওয়ার পেছনেও আছে এই অস্ট্রেলিয়ানের হাতের ছোঁয়া। ব্যাটিং দুর্বলতা কাটাতে তাই এবার হেড কোচের বদলে সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

এসএইচ-৩০/০১/২২ (স্পোর্টস ডেস্ক)