বিশ্বকাপে খেলোয়াড়ের বদলি হতে পারবে কোচিং স্টাফ!

দুয়ারে কড়া নাড়ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। মার্চের প্রথম সপ্তাহ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে জমজমাট এ টুর্নামেন্ট। এদিকে প্রাণঘাতী করোনায় নতুন বাস্তবতায় বদলে যাচ্ছে অনেক নিয়ম। যার প্রভাব পড়তে যাচ্ছে নারী বিশ্বকাপেও। করোনার কারণে নিয়মে বদল আনার চিন্তা ক্রিকেটের নীতি নির্ধারকদের।

জানা গেছে, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ৯ জন খেলোয়াড় ফিট থাকলেই মাঠে নামতে পারবে দলগুলো। যেখানে মূল দলের ১১ জন নিয়ে একাদশ সাজানোর নিয়ম রয়েছে। তবে করোনার মধ্যেও টুর্নামেন্ট চালিয়ে নিতে এমনই বড় ছাড় দেওয়ার চিন্তা করছে আইসিসি।

আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টিটলে গণমাধ্যমকে জানিয়েছেন, করোনার কারণে যদি কোনো দলের একাদশ সাজানো নিয়ে সংকট থাকে, তবে বদলি খেলোয়াড় হিসেবে ম্যানেজম্যান্ট এবং কোচিং স্টাফের দুইজন মাঠে নামতে পারবেন।

আইসিসির এ কর্মকর্তা বলেন, পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী, যদি দরকার হয় তবে কোনো দলের টিম ম্যানেজম্যান্ট থেকেও বদলি নামান যাবে। তবে বদলি হিসেবে যে দুজন নামবে তারা ব্যাটিং কিংবা বোলিং করতে পারবে না। শুধু ফিল্ডিং করবে। যাতে ম্যাচটা চালিয়ে নেওয়া যায়।

যদিও করোনার কথা বিবেচনায় রেখে এরই মধ্যে দলগুলোকে ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে বাড়তি তিনজন রিজার্ভ ক্রিকেটার নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে প্রথম দফার করোনায় প্রথম করোনামুক্ত দেশ নিউজিল্যান্ডে প্রাণঘাতী ভাইরাসটি আবারও ছড়িয়ে পড়ছে। আর তাই চিন্তার ভাঁজ বিশ্বকাপ আয়োজকদের কপালে।

এ বছরের ৩ মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে ৮ দলের ওমেন্স ওয়ানডে ওয়ার্ল্ডকাপ টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৮টি। শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে, বাকি চার দল গ্রুপ পর্ব থেকেই নেবে বিদায়। ৪ এপ্রিল ক্রাইস্টচার্চে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

এদিকে আসন্ন ওমেন্স ওয়ার্ল্ড কাপের প্রাইজমানির পরিমাণ বাড়িয়েছে আইসিসি। এবারের বিশ্বকাপ যার ঘরে যাবে সে পাবে ১.৩২ মিলিয়ন ডলার প্রাইজমানি। এ অঙ্কটি ২০১৭ এর আসরে জয়ী ইংল্যান্ড দলের পাওয়া প্রাইজমানির দ্বিগুণ। অবশ্য শুধুই চ্যাম্পিয়ন দলের প্রাইজমানিই যে বাড়ছে এমন নয়, বরং গোটা টুর্নামেন্টের মোট প্রাইজমানির পরিমাণই বাড়াচ্ছে আইসিসি।

নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের মোট প্রাইজমানির পরিমাণ ৩.৫ মিলিয়ন ডলার। ২০১৭ এ অনুষ্ঠিত টুর্নামেন্টের মোট প্রাইজমানির পরিমাণ ছিল মোটে ১.৫ মিলিয়ন। অর্থ্যাত্‍ মোট প্রাইজমানির পরিমাণ বেড়েছে ৭৫%।

এসএইচ-১৮/২৪/২২ (স্পোর্টস ডেস্ক)