আইসিসির ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে নাসুম

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলিংনির্ভরতার নাম নাসুম আহমেদ। অভিষেকের পর থেকেই খেলছেন নিয়মিত। বাঁহাতের খেল দেখিয়ে বিশ্বসেরা সব বাঘা বাঘা ব্যাটসম্যানকে ঘায়েল করে দলকে এনে দিয়েছেন সাফল্য। সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে দারুণ সফল ছিলেন।

এদিকে ধারাবাহিক ভালো খেলার পুরস্কার পেলেন নাসুম। আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলার তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন টাইগার এ স্পিনার।

আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ৬৩৭ রেটিং নিয়ে দশে রয়েছেন নাসুম। এদিকে, তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি। তার রেটিং পয়েন্ট ৭৮৪।

এদিকে, আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৬০ রানের সুবাদে ২৬ ধাপ এগিয়ে ৪৯তম স্থানে রয়েছেন লিটন দাস। এ ছাড়া ফর্মহীন টাইগার ওপেনার নাঈম শেখ আছেন ২৭-এ।

এদিকে, টি-টোয়েন্টির ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাঈ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে দারুণ খেলে রোহিতকে টপকে ১৩তম স্থানে রয়েছেন আফগান এ ব্যাটার।

কদিন আগে প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের টেস্ট ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্থানে পা রাখলেন লিটন কুমার দাস। ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২ নম্বরে চলে এসেছেন তিনি। তার আগে তামিম ইকবাল সর্বোচ্চ ১৪ নম্বরে পৌঁছেছিলেন।

লিটনের উন্নতি হয়েছে মূলত টম লাথাম ও হেনরি নিকোলসের অবনতির কারণে। তিন ধাপ পিছিয়ে লাথাম নেমে গেছেন ১৩ নম্বরে। ১৫তম স্থানে থাকা নিকোলসের অবনমন হয়েছে দুই ধাপ। ফলে লিটন দুই ধাপ এগিয়ে উঠে গেছেন ১২ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে লিটনের পরের স্থান মুশফিকুর রহিমের। ২৪ নম্বরে অবস্থান করছেন তিনি।

লিটন সুখবর পেয়েছিলেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে হালনাগাদ হওয়া র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি। আফগান সিরিজে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন লিটন। এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সিরিজসেরা নির্বাচিত হওয়া লিটন। ক্যারিয়ারসেরা ৫৯২ রেটিং নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৩২ নম্বর অবস্থানে রয়েছেন লিটন। এটাই লিটনের ক্যারিয়ারসেরা অবস্থান।

এসএইচ-০১/০৯/২২ (স্পোর্টস ডেস্ক)