বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর আগে ২৩ জনের প্রাথমিক দল দিলেও তা থেকে ১৮ জনের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে থেকে।

এদিকে ইনজুরি নিয়ে চিন্তায় ছিল বাংলাদেশ দল। তবে ইনজুরির কারণে অনিশ্চিত থাকা টাইগার পেসার শরিফুল ইসলাম এই সিরিজে খেলবেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোট পেয়েছিলেন শরিফুল, ফলে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি তিনি। এরপর তাকে ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলতে দেখা গেছে। আর পুরোপুরি ইনজুরিমুক্ত হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে তাকেও রাখা হয়েছে।

শ্রীলঙ্কা টেস্ট দল

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।

এসএইচ-০৯/০৪/২২ (স্পোর্টস ডেস্ক)