বাংলাদেশি হিসেবে নারীদের আইপিএলে তিনি

ছেলেদের আইপিএলের এবারের আসরে বাংলাদেশের একজন ক্রিকেটার প্রতিনিধিত্ব করেছেন। টাইগার পেসার মুস্তাফিজুর রহমান খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। মেয়েদের আইপিএলেও তা-ই হতে যাচ্ছে, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে ডাক পেয়েছেন অলরাউন্ডার সালমা খাতুন। বিসিবি থেকেও মিলেছে ছাড়পত্র। উচ্ছ্বাসকে পেছনে ফেলে গতবারের মতো এবারও টুর্নামেন্টে স্মরণীয় কিছু করার লক্ষ্য তার।

বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের বাজার এখন রমরমা। বিপিএল, আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ, পিএসএল। শুধু ক্রিকেটের উন্নতিতেই নয়, আছে কাড়িকাড়ি অর্থের ঝনঝনানিও। তবে নারীদের ক্ষেত্রে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলো এখনো সেভাবে আগ্রহ তৈরি করতে পারেনি। সেই চেষ্টাই করে যাচ্ছে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

২০১৮ সালে শুরু হওয়া নারীদের আইপিএল খ্যাত উইমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জের চতুর্থ আসর মাঠে গড়াচ্ছে এবার। এই আসরে ট্রেইলব্লেজার্সের হয়ে খেলবেন সালমা। গতবারও এই দলটির প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

এবার উচ্ছ্বাসের রাশ টেনে ২২ গজেই নিজেকে প্রমাণের লক্ষ্য তার। সালমার লক্ষ্য আছে আরও একটা। ২২ গজে সালমা নিজেকে মেলে ধরতে পারলে বাংলাদেশের নারী ক্রিকেটারদের নিয়ে আরো আগ্রহী হবে অন্যরা। ভিনদেশিদের টুর্নামেন্টে খুলে যাবে টাইগ্রেসদের সম্ভাবনার দ্বারও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সালমার একটা অনুরোধও আছে। তিনি চান, শুধু পরিকল্পনাতেই আটকে না থেকে এ দেশেও নারীদের নিয়ে ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করা হোক।

প্রসঙ্গত ২৩ মে শুরু হবে নারীদের এবারের আইপিএল। ৬ দিনের এ লিগ শেষ হবে ২৮ মে। সব ম্যাচই হবে ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসের ১৫ কিংবা ১৬ তারিখ দেশ ছাড়বেন সালমা।

এসএইচ-০৫/০৭/২২ (স্পোর্টস ডেস্ক)