আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স তলিয়ে গেছে

অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিলেট এখন বন্যা প্রবণ এলাকা। নদ-নদীর পানি বেড়ে একের পর এক ডুবছে নতুন নতুন এলাকা।

গ্রামীণ জনপদের বিস্তৃর্ণ অঞ্চল, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। আর সুরমার ভয়াবহ রূপে তলিয়েছে সিলেট নগরের বহু এলাকা। গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানেও ওঠেছে পানি।

সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছড়ারপারস্থ বাসার নিচ এরইমধ্যে বন্যা কবলিত হয়েছে। একইসঙ্গে সাবেক অর্থমন্ত্রীর হাতেগড়া প্রতিষ্ঠান আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সও এখন পানিতে তলিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্স ভবন, ইনডোর কমপ্লেক্সসহ তিনটি ভবনের নিচতলার অর্ধেকাংশ পানির নিচে তলিয়ে গেছে। বিশালাকারের মাঠটি পরিণত হয়েছে জলাশয়ে।

স্থানীয়রা জানান, ইটপাথরের নগর শিশু-কিশোরদের একমাত্র খেলার মাঠ আবুল মাল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে। কেবল খেলাধুলার জন্যই নয়, নগরের বাসিন্দারা সকাল-বিকেল এই মাঠে শারীরিকচর্চা করেন। নিজেদের সুস্থ রাখতে হাঁটাচলা করেন, দৌড়ান। বন্যায় নিমজ্জিত হওয়ায় নগরবাসীর ফুসফুস খ্যাত মাঠটি এখন পানির নিচে তলিয়ে গেল।

জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের উদাসীন ভূমিকার কারণে পানিতে নিমজ্জিত হলো আসবাবপত্র। ভবনের নিচতলায় অবস্থিত বিভিন্ন কক্ষে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র থাকলেও সেগুলো আগে থেকে সরিয়ে নেওয়া হয়নি। ফলে অবহেলায় পানিতে তলিয়ে গেল সেগুলো।

এসএইচ-১২/১৯/২২ (স্পোর্টস ডেস্ক)