বিপিএল চলাকালে বিদেশি লিগে খেলার সুযোগ নেই সাকিব-মুস্তাফিজদের

আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে দেশের ক্রিকেটের জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল। তবে শঙ্কার বিষয়, একই সময়ে বিশ্বের আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ গড়াতে পারে মাঠে। যার ফলে বিদেশি ক্রিকেটারের পাশাপাশি দেশি ক্রিকেটারদের অনেককে বিপিএলে পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএল চলাকালে বিদেশি লিগে যোগ দেয়ার সময় নেই দেশি ক্রিকেটারদের।

মিরপুরে সোমবার সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘শুধু আমাদের দেশের কথা না প্রত্যেকটা সদস্য দেশগুলোর মধ্যে একটা বোঝাপড়া আছে, এনওসির বিষয় আছে। এ বিষয়গুলো সবাই মেনে চলে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না নিজের দেশের একটা প্রতিযোগিতা রেখে কেউ অন্য দেশে খেলতে যাবে।’

বিপিএল চলাকালে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশ, মিনি আইপিএল খ্যাত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ ও সদ্য শুরু হতে যাওয়া আরব আমিরাত প্রিমিয়ার লিগ। শুধু বিপিএল বলে নয়, নিজ দেশের ক্রিকেটার পাওয়া নিয়ে সংশয়ে আছে এ দেশগুলোও। মানের দিক থেকে বিগ ব্যাশ সবার চেয়ে এগিয়ে থাকলেও, গুঞ্জন আছে টাকার ছড়াছড়ি থাকবে আরব আমিরাত লিগে।

ইতোমধ্যে অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার নিজ দেশের বিগ ব্যাশের বদলে বেছে নিয়েছেন আরব আমিরাত প্রিমিয়ার লিগকে। টাকার এ ছড়াছড়িতে বিপিএলও হয়তো হারাবে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মুজিব উর রহমান সহ একাধিক ক্রিকেটারকে। ফলে ভালো মানের বিদেশি ক্রিকেটারের অভাবে হয়তো মানের দিক থেকে আরও পিছিয়ে পড়তে পারে বিপিএল। বিষয়টিকে শুধু দেশের ফ্র্যাঞ্চাইজির জন্যই নয়, অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্যও ক্ষতি হিসেবেই দেখছেন নিজামউদ্দিন।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদেরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে, সদস্য দেশ তারা টি-টোয়েন্টি লিগ চালুর জন্য একটা উইন্ডো খুঁজছে। একই সময় অন্য কোনো সদস্যদের উইন্ডো যদি পড়ে যায়, কনফ্লিক্ট করে, তাহলে সবাই কিন্তু সাফার করবে। এমন না যে শুধু আমরাই সাফার করব। আমার দুইজন বা তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার যদি সেখানে খেলার সুযোগ থাকে সে কিন্তু খেলছে না, আমার ডোমেস্টিক লিগে খেলছে।’

তিনি আরও যোগ করেন, ‘নির্দিষ্ট কোনো নাম আমি বলতে চাই না, তবে বাইরে থেকে এখানে যদি কোন বিদেশি ক্রিকেটার আসে তারা যদি খেলতে চাই খেলবে, আবার আমাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় বাইরে খেলে, তাদের কে-ও কিন্তু তারা মিস করবে। তো এটা যে শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, বিষয়টা কিন্তু মোটেও সেটা না।’

এসএইচ-০৭/০১/২২ (স্পোর্টস ডেস্ক)