ভারোত্তোলনে ১২ জনে ৮ম সাফের সোনাজয়ী মাবিয়া

গত দুই এসএ গেমসের আসরে ভারোত্তোলনে বাংলাদেশকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন মাবিয়া আক্তার। তাই বার্মিংহামে পদক জয়ের সম্ভাবনা না থাকলেও আশা ছিল ভালো কিছু করবেন। কিন্তু বার্মিংহামে কমনওয়েলথ গেমসে সোমবার  নিজের ওজন শ্রেণীতে ১২ জনের মধ্যে অষ্টম হয়েছেন মাবিয়া আক্তার।

৬৪ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৮১ কেজি ওজন তুলেছেন বাংলাদেশের এই ভারোত্তলক। এদিন মাবিয়া স্ন্যাচে ৭৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১০৩ কেজি।

গোল্ডকোস্টে গত আসরে মাবিয়া এই ইভেন্টে ষষ্ঠ হয়েছিলেন। এবারের পারফরম্যান্সে কিছুটা হলেও হতাশ করলেন এসএ গেমসে টানা দুই আসরের সোনাজয়ী।

এদিকে মঙ্গলবার  বাংলাদেশের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

গত মাসে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ইমরান প্রথম হিট উৎরে জায়গা করে নিয়েছিলেন পরের হিটে। সেখানে তার সেরা টাইমিং কমিয়ে ১০.৫০ থেকে ১০.৪৭ এ নিয়ে আসেন।

তাই তাকে নিয়ে কমনওয়েলথ গেমসে আশাবাদী বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। পদক জয়ের সম্ভাবনা না দেখলেও ইমরান সেমিফাইনাল পর্যন্ত যাবেন বলে আশাবাদী অ্যাথলেটিকস সংশ্লিষ্টরা।

এসএইচ-১১/০১/২২ (স্পোর্টস ডেস্ক)