পেরেজকে একহাত নিলেন রোনালদোর বোন

একের পর এক শিরোপা জিতেই যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দুদিন আগেই ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো উয়েফা সুপার কাপ জিতেছে কার্লো আনচেলত্তির দল।

শিরোপা জয়ের পর হোটেলের যাওয়ার সময় রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজকে একদল সমর্থক তাকে আবদার জানান, রোনালদোকে দলে ফিরিয়ে আনতে। কিন্তু পেরেজ উত্তরটা দিলেন ঠিকই, তবে একটু নেতিবাচকভাবে।

ক্লাব ছাড়তে মরিয়া ক্রিস্টিয়ানো রোনালদো এখনো ক্লাব খুঁজে বেড়াচ্ছেন। বয়স ও বেতন বেশি হওয়ায় কোনো দলই তাকে কিনতে চাচ্ছে না। বায়ার্ন মিউনিখ, চেলসি, অ্যাতলেটিকো মাদ্রিদের মতো ক্লাবও তাকে কিনতে চাচ্ছে না।

এমন অবস্থায় অনেকেই চাচ্ছে আবারো রিয়াল মাদ্রিদে ফিরে যাক এই পর্তুগিজ। তবে তাকে নিতেও দ্বিধা জানিয়েছে খোদ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ।

ঘটনা রিয়ালের উয়েফা সুপার কাপের ম্যাচের সময়ের। সমর্থকরা রিয়াল প্রেসিডেন্ট পেরেজকে পেয়ে এক দল আবদার জানান, রোনালদোকে দলে ফিরিয়ে আনতে।

তখন সমর্থকদের কথা শুনে দাঁড়িয়ে যান পেরেজ। থেমে গিয়ে তিনি বলেন, ‘কার কথা বলছেন? রোনালদো? আবারো? ৩৮ বছরের রোনালদোকে?’ পেরেজের এই ছোট্ট কথার ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

যা মোটেও সহজভাবে নেননি রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো। নিজের ভাইকে বুড়ো বলায় ৭৫ বছর বয়সী পেরেজকে উল্টো কড়া জবাব দিয়েছেন রোনালদোর বোন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ ভিডিওর মন্তব্যের ঘরে কাতিয়া লিখেছেন, ‘তার বয়স ৩৮ বছর কিন্তু সে ২ মিটার উচ্চতায় লাফাতে পারে এবং ৩ সেকেন্ড সেখানেই ভেসে থাকতে পারে। তার শরীরে কোনো মেদ নেই। সম্মান দাও বুড়ো মানুষ (পেরেজ), তোমার বয়স ৭৫।’

এসএইচ-০৫/১২/২২ (স্পোর্টস ডেস্ক)