টেইলরকে চড় মেরেছিলেন রাজস্থান রয়্যালসের মালিক!

চাঞ্চল্যকর এক তথ্য সামনে নিয়ে এলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেইলর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১১ সালের মৌসুমে নাকি তাকে চড় মেরেছিলেন রাজস্থান রয়্যালসের মালিক। নিজের আত্মজীবনীমূলক লেখা ‘ব্লাক অ্যান্ড হোয়াইটসে এ কথা বলেন তিনি।

টেইলর বলেন, ‘২০১১ সালে তিনি রাজস্থানের সঙ্গে চুক্তি করেছিলেন। সেবার এক ম্যাচে শূন্য করায় তাকে চড় মেরে বসেন ফ্র্যাঞ্জাইজিটির মালিক। টেইলের ভাষ্য, ‘আমাদের জন্য টার্গেট ছিল ১৯৫ রানের। আমি শূন্য করে প্যাভিলিয়নে ফিরি। দলও লক্ষ্য অর্জন করতে পারেনি। এরপর হোটেলে অবস্থানকালে দলের মালিক আমাকে তিন-চারবার চড় মারে।’

টেইলর যোগ করেন, ‘পাশাপাশি মালিক এও বলে যে, তারা আমাকে শূন্য করার জন্য অর্থ দেয় না। চড় দিয়ে সে হাসছিল, যদিও সেগুলো খুব জোরে ছিল না। আমি জানি না, এটা কি খেলার নীতির মধ্যে পড়ে কি না। ওই পরিস্থিতিতে আমি আর কিছু বলিনি। কিন্তু খেলায় এ ধরনের পরিবেশ কেন থাকবে!

আত্মজীবনীতে টেইলর বর্ণবাদের শিকার হয়েছেন বলেও দাবি করেছেন। তিনি বলেছেন, সময়ে সময়ে জাতীয় দলের একাধিক সতীর্থ তাকে নিয়ে বর্ণবাদী মন্তন্য করেছেন। যদিও কারোর নামই প্রকাশ করেননি কিংবদন্তিতুল্য এ তারকা। নানাবিদ কারণ মিলিয়ে নাকি বর্ণবাদী আচরণের সাক্ষী হতে হয়েছে তাকে। এসব নিয়ে টেইলর বলেন, ‘নিউজিল্যান্ডে খেলা সুন্দর। তবে জাতীয় দলে আমি ছিলাম ব্যতিক্রম। আমার মুখ বাদামি, তাতে একটা দাগও ছিল। এটা ছিল আমার জন্য চ্যালেঞ্জ।’

তিনি লেখা চালিয়ে যান এভাবে, ‘ড্রেসিংরুমে সতীর্থরা আমাকে নিয়ে বিভিন্নভাবে বর্ণবাদী মন্তব্য করেছে। একজন আমাকে বলত, আমি নাকি অর্ধেক ভালো মানুষ। কিন্তু কোন অর্ধেকটা ভালো সেটা না বলে বিদ্রুপাত্মক মন্তব্য ছুড়ে দিত। তাতে অন্য সতীর্থরাও যোগ দিত প্রায়শই। আমি ভেবেছিলাম একটা সমাধান টানব। পরে এটাও ভাবলাম যে, এই সমাধান আরও বড় সমস্যা নিয়ে হাজির হতে পারে। আপনারাই বলেন, বর্ণবাদ এড়াতে আমার শরীরের ত্বক নিয়ে কাজ করা উচিত ছিল? সেটা ঠিক হতো?’

এসএইচ-২০/১৩/২২ (স্পোর্টস ডেস্ক)