বাংলাদেশ সময় অনুযায়ী এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

আর মাত্র একদিন। আগামী ২৭ আগস্ট শনিবার পর্দা উঠছে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর এশিয়া কাপের। এশিয়ান ক্রিকেটের এই সর্ববৃহৎ আসরে অংশগ্রহণ করছে ৬টি দেশ।

এশিয়ার পাঁচটি টেস্টখেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গে টুর্নামেন্টে অংশ নিচ্ছে আইসিসির সহযোগী দেশ হংকং। ১১ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

এশিয়া কাপের এবারের আসরে বেশির ভাগ দলের শক্তি কাছাকাছি হওয়ায় অন্যবারের তুলনায় জমজমাট আসরের আশা করা হচ্ছে। তবে আসর শুরুর আগেই ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা হারিয়েছে তাদের প্রধান বোলারকে। ইনজুরিতে ছিটকে গেছেন ভারতের জসপ্রিত বুমরাহ, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা। ইনজুরি আঘাত হেনেছে বাংলাদেশ দলেও। লিটন দাস, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও ইয়াসির রাব্বির মতো গুরুত্বপূর্ণ সদস্যদের দলে পাচ্ছে না বাংলাদেশ।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

তারিখ দল গ্রুপ ভেন্যু সময়
২৭ আগস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তান বি দুবাই রাত ৮টা
২৮ আগস্ট ভারত-পাকিস্তান এ দুবাই রাত ৮টা
৩০ আগস্ট বাংলাদেশ-আফগানিস্তান বি শারজাহ রাত ৮টা
৩১ আগস্ট ভারত-হংকং এ দুবাই রাত ৮টা
১ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা বি দুবাই রাত ৮টা
২ সেপ্টেম্বর পাকিস্তান-হংকং এ শারজাহ রাত ৮টা

৩ সেপ্টেম্বর বি১-বি২ সুপার ফোর শারজাহ রাত ৮টা
৪ সেপ্টেম্বর এ১-এ২ সুপার ফোর দুবাই রাত ৮টা
৬ সেপ্টেম্বর এ১-বি১ সুপার ফোর দুবাই রাত ৮টা
৭ সেপ্টেম্বর এ২-বি২ সুপার ফোর দুবাই রাত ৮টা
৮ সেপ্টেম্বর এ১-বি২ সুপার ফোর দুবাই রাত ৮টা
৯ সেপ্টেম্বর বি১-এ২ সুপার ফোর দুবাই রাত ৮টা
১১ সেপ্টেম্বর সুপার ফোর ১ম বনাম সুপার ফোর ২য় ফাইনাল দুবাই রাত ৮টা

এসএইচ-০৮/২৫/২২ (স্পোর্টস ডেস্ক)