মুশফিকের অবসর নিয়ে সিদ্ধান্ত নেয়নি বিসিবি

আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপের পরিকল্পনায় ছিলেন মুশফিকুর রহিম। সে বিশ্বকাপে না থাকলে দল তাকে মিস করবে। এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। মুশি অবসরের বিষয়টি বোর্ডকে ই-মেইলে জানালেও, আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

হঠাৎ করে কী এমন হলো! সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিলেন মুশফিকুর রহিম? দলের প্রত্যাশা পূরণ করতে পারছেন না বলেই, অভিমানে এমন সিদ্ধান্ত নিলেন মুশি!

সংক্ষিপ্ত সংস্করণে সময়টা একেবারে খারাপ যাচ্ছে বাংলাদেশের। এ ফরম্যাটে ব্যাড প্যাঁচের মধ্য দিয়ে যাচ্ছিলেন উইকেটরক্ষক ব্যাটার। এশিয়া কাপে ব্যাটের সঙ্গে উইকেটের পেছনেও ভুল করেছেন। তবে কী বোর্ড থেকে কোনো চাপ ছিল?

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বিশ্বকাপের প্ল্যানে ছিল মুশফিক। সে না থাকলে তাকে মিস করবে দল। আসলে এশিয়া কাপের পর দলের সবাই আপসেট ছিল। ‘

তবে মুশির অবসরের সিদ্ধান্ত তার ঘোষণার কয়েক ঘণ্টা আগে জেনেছে বোর্ড। ইমেইলে বোর্ড প্রধান, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানকে জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার ইমেইলের উত্তর এখনও দেয়নি বিসিবি। আলোচনা করেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

জালাল ইউনুস বলেন, ‘আমরা এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। মাত্র আজ দেখলাম, কাল আলাপ-আলোচনা করে তারপর আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব।’

মূলত টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে আরও বেশি সময় দিতেই টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মুশফিক। তবে এভাবে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা না দিয়ে বোর্ডকে জানালে বোর্ড সুন্দর করে বিদায়ের ব্যবস্থা করতো বলে জানান এই কর্মকর্তা।

তিনি বলেন, ‘অবসর এভাবে না হলেই ভালো। ক্রিকেটাররা আগে জানালে ভালো হতো। সংস্কৃতিটা সুন্দর হতো। সোসাল মিডিয়ায় না জানিয়ে বোর্ডে না জানালে বোর্ড ব্যবস্থা করা যেত।’

এসএইচ-১৮/০৪/২২ (স্পোর্টস ডেস্ক)