টস জিতবে যারা, এশিয়া কাপের শিরোপাও তাদের!

এশিয়া কাপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রোববার মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮টায় দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল শেষে শিরোপা উঠবে কোন দলের হাতে? যারা টস জিতবে তারাই কি লুপে নেবে মুকুট?

পরিসংখ্যান বলছে, এবারের এশিয়া কাপটা অনেকটা টস নির্ভর। যারা টস জিতে আগে বোলিং নেয়, ম্যাচও জিতে তারাই। এ ক্ষেত্রে ব্যতিক্রম শুধু চারটি ম্যাচ। হংকং দুই ম্যাচে টস জিতেও ম্যাচ জিততে পারেনি।

আবার বাংলাদেশও আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নেয়ায় ম্যাচ জেতার ভাগিদার হতে পারেনি। আরেক ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করেও জিততে পারেনি আফগানিস্তান।

দুবাই আর শারজাহ স্টেডিয়ামে আগে ফিল্ডিং করার একটা সুবিধা আছে। টস জিতে বোলিং নিলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। এবারের এশিয়া কাপ দিয়ে যা প্রমাণিত সত্যে পরিণত হয়েছে। সে হিসেবে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালে যারা টস জিতে আগে বোলিং নেবে, শিরোপাও জেতার সম্ভাবনা বেশি থাকবে তাদের।

এশিয়া কাপের সবশেষ ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং করা শ্রীলঙ্কা জয় পেয়েছে। পাকিস্তানের দেয়া ১২১ রানের জবাব তারা দিয়েছে মাত্র ১৭ ওভারে, ৫ উইকেট হারিয়ে। এ ম্যাচে আলো ছড়িয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বল হাতে ২১ রানে ৩ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৩ বলে করেছেন ১০ রান। ম্যাচসেরাও হন তিনিই।

এসএইচ-১১/১০/২২ (স্পোর্টস ডেস্ক)