বাংলাদেশে আসছেন সৌরভ

পুণ্যভূমি সিলেটে চলছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। গেল ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর।

চলমান টুর্নামেন্টটির ফাইনাল দেখতে সিলেটে আসবেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহও থাকবেন।

এসিসির একটি সূত্র সৌরভের আসার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতে ছেলেদের এশিয়া কাপের ফাইনালেও উপস্থিত ছিলেন সৌরভ।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে জয়ের এমনিতেই আসার কথা রয়েছে। তবে সৌরভের আগমন নিশ্চয়ই টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ করতে যাচ্ছে। ফাইনাল উপভোগ করা ছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা।

নারী এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ। যদিও প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গো হারা হেরেছে নিগার সুলতানা জ্যোতিরা।

এসএইচ-১৯/০৩/২২ (স্পোর্টস ডেস্ক)