কাতার বিশ্বকাপে ৩২ দলের চূড়ান্ত স্কোয়াড

ক্রীড়া বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ইভেন্ট ফিফা বিশ্বকাপ মাঠে গড়াতে আর মাত্র বাকি কয়েক ঘণ্টা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ রোমাঞ্চ ছড়াতে ইতোমধ্যে কাতারে পৌঁছেছে অংশগ্রহণকারী ৩২ দল। চলুন একনজরে দেখে নেয়া যাক আটটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়া দলগুলোর চূড়ান্ত স্কোয়াড।

গ্রুপ-এ:

ইকুয়েডর

গোলরক্ষক: মোয়েসেস রামিরেজ, আলেকজান্ডার ডমিঙ্গেজ, হার্নান গালিন্দেজ।
ডিফেন্ডার: পিয়েরো হিনকাপি, রবার্ট আরবোলেদা, পারভিস এস্তুপিনান, অ্যাঞ্জেলো প্রিসিয়াডো, জ্যাকসন পোরোজো, জাভিয়ের আরেগা, ফেলিক্স তোরেস, দিয়েগো প্যালাসিওস, উইলিয়াম পাচো।
মিডফিল্ডার: কার্লোস গ্রুয়েজো, জোসে সিফুয়েন্তেস, অ্যালান ফ্রাঙ্কো, ময়েসেস ক্যাসেডো, অ্যাঞ্জেল মেনা, জেরেমি সারমিয়েন্টো, আইরটন প্রিসিয়াডো, সেবাস্তিয়ান মেন্ডেজ, গঞ্জালো প্লাটা, রোমারিও ইবাররা।
ফরোয়ার্ড: জোর্কাইফ রেসকো, কেভিন রদ্রিগেজ, মাইকেল এস্ট্রাদা, এনার ভ্যালেন্সিয়া।

কাতার
গোলরক্ষক: সাদ আল-সাহিব, মেশাল বারশাম, ইউসুফ হাসান।
ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, মুসাব খিদির, তারেক সালমান, বাসাম আল-রাউই, বুয়ালেম খুখি, আবদেলকারিম হাসান, হোমাম আহমেদ, জাসেম গাবের।
মিডফিল্ডার: আলী আসাদ, আসিম মাদিবো, মোহাম্মদ ওয়াদ, সালেম আল-হাজরি, মোস্তফা তারেক, করিম বোদিয়াফ, আবদুল-আজিজ হাতেম, নায়েফ আল-হাদরামি।
ফরোয়ার্ড: ইসমাইল মোহাম্মদ, আহমেদ আলয়েলদিন, খালেদ মুনির, আকরাম আফিফ, আল-মৌজ আলী, মুহাম্মদ মুনতারি।

নেদারল্যান্ডস
গোলরক্ষক: জাস্টিন বিজলো, রেমকো পাসভীর, অ্যান্ড্রিস নপারট।
ডিফেন্ডার: ভার্জিল ভ্যান ডাইক, নাথান আকে, ডেলি ব্লাইন্ড, জুরিন টিম্বার, ডেনজেল​ডামফ্রিজ, স্টেফান ডি ভ্রিজ, ম্যাথিজ ডি লিখট, টাইরেল মালাসিয়া, জেরেমি ফ্রিম্পং।
মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি ইয়ং, স্টিভেন বার্গুইস, ডেভি ক্লাসেন, তেউন কোপমেইনারস, কোডি গাকপো, মার্টেন ডি রুন, কেনেথ টেলর, জাভি সিমন্স।
ফরোয়ার্ড: মেম্ফিস ডিপাই , স্টিভেন বার্গভিজন, ভিনসেন্ট জ্যানসেন, লুক ডি ইয়ং, নোয়া ল্যাং, ওয়াউট ওয়েঘর্স্ট।

সেনেগাল
গোলরক্ষক: এদুয়ার্দ মেন্ডি, সেনি ডিয়েং, আলফ্রেড গোমিস।
ডিফেন্ডার: ইউসুফ সাবালি, কালিদু কৌলিবালি, আবদু দিয়ালো, পাপে আবৌ সিস, ফর্মোজ মেন্ডি, ফোডে ব্যালো-টোরে, ইসমাইল জ্যাকবস।
মিডফিল্ডার: ইদ্রিসা গেয়ি, চেইখৌ কাউয়েতে, নামপালিস মেন্ডি, পেপে গেয়ি, পেপ সর, মোস্তাফা নাম, মামাদু লোম, ক্রেপিন দিয়াত্তা।
ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাইলা সার, বাম্বা ডিয়েং, বোলায়ে দিয়া, ফামারা দিদিও, নিকোলাস জ্যাকসন এবং ইলিমান এনডিয়ায়ে।

গ্রুপ-বি:

ইংল্যান্ড
গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, নিক পোপ, এ্যারন রামসডেল।
ডিফেন্ডার : হ্যারি ম্যাগুয়েরে, লুক শ, এরিক ডায়ার, জন স্টোনস, কাইল ওয়াকার, কিয়েরান ট্রিপিয়ার, কনর কোডি, বেন হোয়াইট, ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড।
মিডফিল্ডার : জুড বেলিংহাম, ম্যাসন মাউন্ট, ডিক্লান রাইস, জর্ডান হেন্ডারসন, কালভিন ফিলিপস।
ফরোয়ার্ড : জেমস ম্যাডিসন, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেইন, বুকায়ো সাকা, রাহিম স্টার্লিং, ক্যালুম উইলসন, মার্কোস রাশফোর্ড।

যুক্তরাষ্ট্র
গোলরক্ষক: ইথান হরভাথ, শন জনসন, ম্যাট টার্নার।
ডিফেন্ডার: ক্যামেরন কার্টার-ভিকার্স, সার্জিনো ডেস্ট, অ্যারন লং, শাক মুর, টিম রেম, অ্যান্টোনি রবিনসন, জো স্কালি, ডিঅ্যান্ড্রে ইয়েডলিন, ওয়াকার জিমারম্যান।
মিডফিল্ডার: ব্রেন্ডন অ্যারনসন, কেলিন অ্যাকোস্টা, টাইলার অ্যাডামস, লুকা দে কা টোরে, ওয়েস্টন ম্যাকেনি, ইউনুস মুসাহ, ক্রিস্টিয়ান রোল্ডান।
ফরোয়ার্ড: জেসুস ফেরেইরা, জর্ডান মরিস, ক্রিস্টিয়ান পুলিসিচ, জিও রেইনা, জশ সার্জেন্ট, টিম ওয়েহ, হাজি রাইট।

ইরান
গোলরক্ষক: আলি রেজা বেইরানভান্দ, পয়ম নিয়াজমান্দ, হুসাইন হোসেনি ও আমির আবেদজাদেহ।
ডিফেন্ডার: মাজিদ হোসেনি, হোসেন কানানি, সৌজা খলিলজাদেহ, সাদেগ মোহররামি, এহসান হাজসাফি, মিলাদ মোহাম্মদী, মোর্তেজা পৌরালিগঞ্জি, , আবুলফজল জালালি ও রামিন রেজাইয়ান।
মিডফিল্ডার: সাইয়েদ এজাতোলাহি, ভাহিদ আমিরি, আহমদ নৌরল্লাহি, আলী করিমি ও রৌজবেহ চেশমি।
ফরোয়ার্ড: সামান ঘোদ্দোস, আলিরেজা জাহানবখশ, মেহেদী তারেমি, করিম আনসারিফার্দ, মেহেদী তোরাবি, আলী ঘোলিজাদেহ ও সরদার আজমাউন।

ওয়েলস
গোলরক্ষক: ওয়েন হেনেসি, ড্যানি ওয়ার্ড, অ্যাডাম ডেভিস।
ডিফেন্ডার: নিকো উইলিয়ামস, বেন ডেভিস, বেন কাবাঙ্গো, জো রোডন, ক্রিস মেফাম, ইথান অ্যামপাডু, ক্রিস গান্টার, কনর রবার্টস, টম লকইয়ার।
মিডফিল্ডার: অ্যারন রামজি, জো অ্যালেন, হ্যারি উইলসন, জো মরেল, ডিলান লেভিট, রুবিন কলউইল, জনি উইলিয়ামস, ম্যাথু স্মিথ, সোরবা থমাস।
ফরোয়ার্ড: গ্যারেথ বেল, ড্যান জেমস, কিফার মুর, মার্ক হ্যারিস, ব্রেনান জনসন।

গ্রুপ-সি :

আর্জেন্টিনা
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিও রুলি, ফ্রাঙ্ক আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল কোরেয়া, থিয়াগো, পাওলো দিবালা ও লিওনেল মেসি।

মেক্সিকো
গোলরক্ষক: গুইলারমো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, রডলফ কোটা।
ডিফেন্ডার: কেভিন আলভারেজ, নেস্টর আরাউজো, জেরার্ডো আর্টেগা, জেসুস গ্যালার্দো, হেক্টর মোরেনো, সিজার মন্টেস, হোর্হে সানচেজ, জোহান ভাসকেজ।
মিডফিল্ডার: এডসন আলভারেজ, রবার্তো আলভারাডো, উরিয়েল আন্টুনা, লুইস শ্যাভেজ, আন্দ্রেস গুয়ার্দাদো, এরিক গুতেরেজ, হেক্টর হেরেরা, ওরবেলিন পিনেদা, কার্লোস রদ্রিগেজ, লুইস রোমো।
ফরোয়ার্ড: রোজেলিও ফুনেস মোরি, রাউল জিমেনেজ, হারভিং লোজানো, হেনরি মার্টিন, অ্যালেক্সিস ভেগা।

পোল্যান্ড
গোলরক্ষক: ওজসিচ সেজেসনি, বার্টলোমিজ ড্রাগোস্কি ও লুকাস স্কোরুপস্কি।
ডিফেন্ডার: জান বেদনারেক, কামিল গ্লিক, রবার্ট গামনি, আর্তুর জেডরজেকজিক , জাকুব কিভিওর, মাতেউস উইটেস্কা, বার্তোজ বেরেসজিনস্কি, ম্যাটিটি ও নিকোলা জালেউস্কি।
মিডফিল্ডার: ক্রিস্টিয়ান বিয়েলিক, প্রজেমিস্লাও ফ্রাঙ্কোস্কি, কামিল গ্রোসিকি, গ্রজেগর্জ ক্রাইচোয়াক, জ্যাকুব কামিনস্কি, মিশাল স্কোরাস, অ্যাটসকিন, সেবাস্তিয়ান সেজাইমানস্কি, পিওতর জিলিনস্কি সিজাইমন জুরকোস্কি।
ফরোয়ার্ড: রবার্ট লেভানদোভস্কি, আরকাদিউস মিলিক, ক্রজিসটফ পিয়াটেক ও করোল সুইডারস্কি।

সৌদি আরব
গোলরক্ষক: মোহাম্মদ আল-ওয়াইস, নাওয়াফ আল-আকিদি, মোহাম্মদ আল-ইয়ামি।
ডিফেন্ডার: ইয়াসির আল-শাহরানি, আলী আল-বুলাইহি, আবদুল্লাহ আল-আমরি, আবদুল্লাহ মাদু, হাসান তাম্বকতি, সুলতান আল-ঘানম, মোহাম্মদ আল-ব্রেক, সৌদ আবদুলহামিদ।
মিডফিল্ডার: সালমান আল-ফারাজ, রিয়াদ শারাহিলি, আলি আল-হাসান, মোহাম্মদ কান্নো, আবদুলেলাহ আল-মালকি, সামি আল নাজেই, আবদুল্লাহ ওতাইফ, নাসের আল-দাওসারী, আবদুল রহমান আল-আবউদ, সালেম আল-দাওসারী, হাতান বাহেবরি।
ফরোয়ার্ড: ফাহাদ আল-মুওয়াল্লাদ, হাইথাম আসিরি, সালেহ আল-শেহরি, ফিরাস আল-বুরাইকান।

গ্রুপ-ডি:

অস্ট্রেলিয়া

গোলরক্ষক : ম্যাট রায়ান, এ্যান্ড্রু রেডমায়নে, ড্যানি ভুকোভিচ।
ডিফেন্ডার : মিলোস ডিগেনেক, আজিজ বেহিচ, জোয়েল কিং, ন্যাথ্যানিয়ের এ্যাটকিনসন, ফ্র্যান কারাসিচ, হ্যারি সুটার, কেই রোলেস, বেইলি রাইট, থমাস ডেং।
মিডফিল্ডার : এ্যারন মুই, জ্যাকসন ইরভিন, আজডিন হ্রাস্টিক, কিনু বাক্কুস, ক্যামেরুন ডেভলিন, রিলে ম্যাকগ্রী।
ফরোয়ার্ড : আওয়ার মাবিল, ম্যাথু লেকি, মার্টিন বোলে, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, মিচেল ডিউক, গারাং কুল, ক্রেইগ গুডইউন।

ফ্রান্স
গোলরক্ষক: হুগো লরিস, আলফনসো আরিওলা, স্টিভ মান্দান্দা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, অ্যাক্সেল দিসাসি, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতে, বেঞ্জামিন পাভার্দ, উইলিয়াম সালিবা, দায়ত উপেমেকানো, রাফায়েল ভারানে।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়েন্দজি, আদ্রিয়ান র‍্যাবিওট, অউরিলিয়ে চুয়েমনি, জর্দান ভেরেতুত।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলে ক্যোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আন্তোইনে গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, মার্কাস থুরাম, রান্ডাল কোলো মুয়ানি।

ডেনমার্ক
গোলরক্ষক: ক্যাস্পার স্মাইকেল, অলিভের ক্রিস্টেনসেন, ফ্রেদেরিক ওয়াননু।
ডিফেন্ডার: জোয়াকিম অ্যান্ডারসেন, ভিক্টর নেলসন, সিমন কাইয়ের, জোয়াকিম মাহলি, আন্দ্রেস ক্রিস্টেনসেন, রাসমুস ক্রিস্টেনসেন, জেনস লারসেন, ড্যানিয়েল ওয়াস, অ্যালেক্সান্ডার বেহ।
মিডফিল্ডার: থমাস ডিলানি, ক্রিস্টিয়ান এরিকসেন, পিয়েরে হজবার্গ, ম্যাথিউস ইয়ানসেন, ক্রিস্টিয়ান নরগো, হুবার্ট স্কোউ।
ফরোয়ার্ড: জাসপার লিন্ডস্ট্রম, মার্টিন ব্রাথওয়েট, আন্দ্রেয়াস ওলসেন, ক্যাসপার ডলবার্গ, মাইকেল ডেমসগার্ড, আন্দ্রেয়াস কর্নিলিউস, জোনাস উইন্ড, ইউসুফ পোলসেন।

তিউনিশিয়া
গোলরক্ষক : আয়মেন ডাহমেন, বেশির বেন সাইদ, মুয়েজ হাসেন, আয়মেন মাথলুথি।
ডিফেন্ডার : আলি আবদি, ডাইলান ব্রন, মোহাম্মদ ড্রাগার, নাদের ঘানদ্রি, বিলের ইফা, ওয়াজদি কেচিরদা, আলি মালুল, ইয়াসিন মেরিয়াহ, মোনতাসার তালবি।
মিডফিল্ডার : মোহাম্মদ আলি বেন রোমধানে, ঘেলানে চালালি, আইসা লেইডুনি, হানিবাল মেজব্রি, ফেরজানি সাসি, ইলিয়াস শাহিরি।
ফরোয়ার্ড : আনিস বেন সিলশানে, সেইফেডিন জাজিরি, ইসাম জেবালিম ওয়াহবি খাজরি, তাহা ইয়াসিন খেনিসি, ইউসুফ মাসাকনি, নাইম সিলটি।

গ্রুপ-ই :

কোস্টারিকা
গোলরক্ষক : কেইলর নাভাস, এস্তেবান আলভারাডো, প্যাট্রিক সেকুয়েইরা।
ডিফেন্ডার : ফ্রান্সিসকো কালভো, হুয়ান পাবলো ভারগাস, কেন্ডাল ওয়াস্টন, ওস্কার ডুয়ার্তে, ড্যানিয়েল চাকোন, কেইশার ফুলার, কার্লোস মার্টিনেজ, ব্রায়ান ওভিডিও, রোনাল্ড মাটারিটা।
মিডফিল্ডার : ইয়েলিস্টিন টাজেডা, সেলসো বোরগেস, ইউস্টিন সালাস, রোয়ার উইলসন, জারসন তোরেত, ডগলাস লোপেজ, জেইসন বেনেট্টে, আলভারো জামোরা, এন্থনি হার্নান্দেজ, ব্রেন্ডন আগুইরেলা, ব্রায়ান রুইজ।
ফরোয়ার্ড : জোয়েল ক্যাম্পবেল, এন্থনি কানট্রেরাস, ইয়োহান ভেনেগাস।

জার্মানি
গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ।
ডিফেন্ডার: ম্যাথিয়াস গিন্টার, আন্তোনিও রুডিগার, নিকলাস সুলে, নিকো স্লোটারবেক, থিলো কেহেরার, ডেভিড রাউম, লুকাস ক্লোস্টারম্যান, আর্মেল কোস্টেরম্যান, ক্রিস্টিয়ান গুয়েন্টার।
মিডফিল্ডার: ইকাই গুন্দোগান, জোনাস হফম্যান, লিওন গোরেটজকা, সার্জ নাব্রি, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ইয়াশুয়া কিমিখ, থমাস মুলার, জুলিয়ান ব্র্যান্ডট, মারিও গোটজে।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ইউসুফা মৌকোকো, নিকলাস ফুয়েলক্রুগ, করিম আদেইমি।

জাপান
গোলরক্ষক: শুইচি গোন্ডা, ইজি কাওয়াশিমা, ড্যানিয়েল শ্মিট।
ডিফেন্ডার: শোগো তানিগুচি, কো ইতাকুরা, মিকি ইয়ামানে, হিরোকি ইতো, ইউতো নাগাতোমো, মায়া ইয়োশিদা, তাকেহিরো তোমিয়াসু , হিরোকি সাকাই, ইউটা নাকায়ামা।
মিডফিল্ডার: তাকুমি মিনামিনো, ইউকি সোমা, গাকু শিবাসাকি, টাকেফুসো কুবো, রিতসু দোয়ান, ওয়াতারু এন্ডো, হিডেমাসা মরিতা, আও তানাকা, দাইচি কামাদা, জুনিয়া ইতো, কাওরু মিতোমা।
ফরোয়ার্ড: তাকুমা আসানো, আয়াসে উয়েদা, ডাইজেন মায়েদা।

স্পেন
গোলরক্ষক: উনাই সিমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া।
ডিফেন্ডার: দানি কারভাহাল, সিজার আজপিলিকুয়েটা, এরিক গার্সিয়া, হুগো গুইলামন, পাউ তোরেস, আইমেরিক লাপোর্তে, জর্দি আলবা, আলেহান্দ্রো বাল্দে।
মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস, রদ্রিগো, গাভি, কার্লোস সোলার, মার্কোস লরেন্তে, পেদ্রি, কোকে।
ফরোয়ার্ড: ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো অ্যাসেন্সিও, পাবলো সারাবিয়া, দানি ওলমো, আনসু ফাতি।

গ্রুপ-এফ :

বেলজিয়াম
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সিমন মিনিওলে, কোয়েন ক্যাসটিলস।
ডিফেন্ডার: ইয়ান ভেরটনগেন, টবি অ্যাল্ডারভেইরাল্ড, লিয়েন্ডার ডেনডনকার, জেনো ডেবাস্ট, আর্থার থিয়েট, ওউট ফেস, টিমোথি কাস্টানিয়ে, থমাস মুনিয়ের।
মিডফিল্ডার: হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল ভিটসেল, ইউরি টিলেমানস, আমাডু ওনানা, কেভিন ডি ব্রুইনা, ইয়ানিক কারাসকো, থরগ্যান হ্যাজার্ড।
ফরোয়ার্ড: রোমেলু লুকাকু, মিচি বাতশুয়াই, লোইস ওপেন্ডা, চার্লস ডি কেটেলিয়ার, এডেন হ্যাজার্ড, জেরেমি ডকু, ড্রিস মার্টেন্স, লেয়ান্দ্রো ট্রোসার্ড।

কানাডা
গোলকিপার: জেমস প্যানটেমিস, মিলান বোরজান, ডেইন সেন্ট ক্লেয়ার।
ডিফেন্ডার: স্যামুয়েল অ্যাডেকুগবে, জোয়েল ওয়াটারম্যান, অ্যালিস্টার জনস্টন, রিচি লরিয়া, কামাল মিলার, স্টিভেন ভিটোরিয়া, ডেরেক কর্নেলিয়াস।
মিডফিল্ডার: লিয়াম ফ্রেজার, ইসমায়েল কোন, মার্ক-অ্যান্টনি কায়, ডেভিড ওদারস্পুন, জোনাথন ওসোরিও, আতিবা হাচিনসন, স্টিফেন ইউস্তাকিও, স্যামুয়েল পিয়েট।
ফরোয়ার্ড: তাজন বুকানন, লিয়াম মিলার, লুকাস ক্যাভালিনি, আইকে উগবো, জুনিয়র হোয়েলেট, জোনাথন ডেভিড, সাইল লারিন, আলফোনসো ডেভিস।

ক্রোয়েশিয়া
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভিসা ইভুসিচ ও ইভো গ্রবিচ।
ডিফেন্ডার: ডমাগোজ ভিদা, দেজান লভ্রেন, বর্না বারিসিচ, জোসিপ জুরানোভিচ, জোস্কো জিভারদিওল, বর্না সোসা, জোসিপ স্টানিসিচ, মার্টিন এরলিচ ও জোসিপ সুটালো।
মিডফিল্ডার: লুকা মদরিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লভ্রো মাজের, ক্রিস্টিয়ান জ্যাকিচ, লুকা সুসিচ।
ফরোয়ার্ড: ইভান পেরিসচ, আন্দ্রেজ কামারিচ, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরসিচ, আন্তে বুদিমির ও মার্কো লিভাজা।

মরক্কো
গোলরক্ষক : ইয়াসিন বুনু, মুনির এল কাজুই, আহমেদ টাগনাওতি।
ডিফেন্ডার : নায়েফ আগুয়ার্ড, ইয়াহিয়া আতিয়াত আল্লাহ, বাডার বেনুন, আর্চাফ ডারি, জাওয়াড এল ইয়ামিক, আর্চাফ হাকিমি, নুসাইর মাজরাউয়ি, রোমেই সেইস।
মিডফিল্ডার : সোফিয়ান আমরাবাত, সেলিম আমাল্লাহ, বিলাল এল খানুস, ইয়াহইয়া জাবরানে, আজেডিন উনাহি, আব্দেলহামিদ সাবিরি।ফরোয়ার্ড : জাকারিয়া আবুখালার, সোফিয়ানে বুফাল, ইলিয়স চেয়ার, ওয়ালিদ চেডিরা, ইউসেফ এন-নেসরি, আবদে এজ্জালজুলি, আবদেরাজাক হামাদ্দাল্লাহ, আমিনে হারিত, হাকিম জিয়েচ।

গ্রুপ-জি:

ব্রাজিল
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন মোরেস, ওয়েভারটন।
ডিফেন্ডার: দানিলো, অ্যালেক্স সান্দ্রো, দানি আলভেজ, অ্যালেক্স তেলেস, থিয়াগো সিলভা, এডার মিলিতাও, মার্কুইনহোস, ব্রেমের।
মিডফিল্ডার: কার্লোস ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ফ্রেড, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, এভারটন রিভেইরো।
ফরোয়ার্ড: নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া, অ্যান্তোনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

ক্যামেরুন
গোলকিপার: ডেভিস এপাসি, সিমোন এনগাপান্ডোয়েবু, আন্দ্রে ওনানা।
ডিফেন্ডার: চার্লস ক্যাস্তেলেত্তো, এনজো এবাসে, কলিন ফাই, অলিভিয়ের এমবাইজো, নিকোলাস এনকোলো, তোলো নোহো, ক্রিস্টোফার উহ।
মিডফিল্ডার: মার্টিন হোংলা, পিয়েরে কুন্দে, অলিভিয়ের এনচাম, গায়েল ওন্দোয়া, স্যামুয়েল উম গোয়েট, আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আনগুইসা।
ফরোয়ার্ড: ভিনসেন্ত আবুবাকার, ক্রিস্টিয়ান বাসোগোগ, এরিক ম্যাক্সিম চোপু-মোতিং, সোইবো মারো, ব্রায়ান এমবেমো, নিকোলাস মোউমি এনগামালেউ, জেরোমে এনগোম, জর্জেস-কেভিন এনকোদো, পিয়েরে এনসামে, কার্ল তোকো একামবি।

সার্বিয়া
গোলরক্ষক : মার্কো ডিমিত্রোভিচ, প্রিড্রাগ রাজকেভিচ, ভানয়া মিলিনকোভিচ-সাভিচ।
ডিফেন্ডার : স্টিফান মিট্রোভিচ, নিকোলা মিলেকোভিড, স্ট্রাহিনজা পাভলোভিচ, মিলোস ভালকোভিচ, ফিলিপ এমলাডেনোভিচ, স্ট্রাহিনিজা এরাকোভিচ, সারডিয়ান বাবিচ।
মিডফিল্ডার : নেমাঞ্জা গুডেল, সার্গেই মিলিনকোভিচ-সাভিচ, সাসা লুকিচ, মার্কো গ্রুজিচ, ফিলিপ কোস্টিচ, উরোস রাচিচ, নেমাঞ্জা মাকসিমোভিচ, ইভান ইলিচ, আন্দ্রিয়া জিভকোভিচ, ডারকো লাজোভিচ।
ফরোয়ার্ড : ডুসান টাডিচ, আলেক্সান্দার মিট্রোভিচ, ডুসান ভøাহোভিচ, ফিলিপ ডুরিসিচ, লুকা জোভিচ, নেমাঞ্জা রাডোনিচ।

সুইজারল্যান্ড
গোলরক্ষক: গ্রেগর কোবেল, ফিলিপ কুন, ইয়োনাস ওমলিন, ইয়ান সমের।
ডিফেন্ডার: মানুয়েল আকনজি, ইরে জোমের্ত, নিকো এলভেদি, এদমিলসন ফের্নান্দেস, রিকার্দো রদ্রিগেস, ফাবিয়ান শার, সিলভান উইডমার।
মিডফিল্ডার: মিচেল এবিশার, ক্রিস্টিয়ান ফাসনাখট, ফাবিয়ান ফ্রেই, রেমো ফ্রয়লার, আরদুন ইয়াশারি, ফাবিয়ান রিডার, জেরদান শাকিরি, জিব্রিল সো, রেনাতো স্তেফান, গ্রানিত জাকা।
ফরোয়ার্ড: ব্রিল এমবোলো, নোয়া ওকাফোর, হারিস সেফেরোভিচ, রুবেন ভার্গাস।

গ্রুপ-এইচ :

পর্তুগাল
গোলরক্ষক: ডিয়েগো কস্টা, রুই প্যাট্রিসিও, হোসে সা।
ডিফেন্ডার: জাও ক্যান্সেলো, দিয়োগো ডালোট, পেপে, রুবেন দিয়াজ, দানিলো পেরেইরা, অ্যান্তোনিও সিলভা, নুনো মেন্দেজ, রাফায়েল গুয়েরো।
মিডফিল্ডার: উইলিয়াম, রুবেন নেভেন, পালিনহা, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা, ওতাভিও, ম্যাথিউস নুনেজ, বার্নার্দো সিলভা, জাও মারিও।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, জাও ফেলিক্স, রাফায়েল লেওয়া, রিকার্দো হর্তা, আন্দ্রে সিলভা, গঞ্চালো রামোস।

দক্ষিণ কোরিয়াঃ
গোলকিপার: কিম সিয়ং–গু, জো হিয়ন–উ, সং বাম–কিউন।
ডিফেন্ডার: কিম মিন–ইয়ায়ে, কিম ইয়ং–গোন, কোন কুয়াং–ওন, চো ইউ–মিন, কিম মুন–হন, ইয়ুন জং–গু, কিম তাই–হন, কিম জিন–সু, হং চুল।
মিডফিল্ডার: জাং উ–ইয়ং, সন জুন–হো, পাইক সিয়ুং–হো, হং ইন–বিওম, লি জায়ে–সাং, কোন চাং–হুন, ইয়ং উ–ইয়ং, লি কাং–ইন, সন হিউং–মিন, হাং হি–চান, না সাং–হো, সং মিন–কু।
ফরোয়ার্ড: হাং উই–জো, চো গু–সাং।

উরুগুয়ে
গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোচেট ও সেবাস্তিয়ান সোসা।
ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, মার্টিন ক্যাসেরেস, সেবাস্তিয়ান কোটস, হোসে গিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, হোসে লুইস রোয়েস, হোসে লুইস রোজ ভারেলা ও মাতিয়াস ভিনা।
মিডফিল্ডার: জর্জিয়ান ডি অ্যারাসকায়েটা, রদ্রিগো বেন্টানকুর, নিকোলাস দে লা ক্রুজ, লুকাস তোরেরা, ম্যানুয়েল উগার্তে, ফেদেরিকো ভালভার্দে ও মাতিও ভেচিনো।
ফরোয়ার্ড: অগাস্টিন ক্যানোবিও, এডিনসন কাভানি, ম্যাক্সি গোমেজ, ডারউইন নুনেজ, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, লুইস সুয়ারেজ ও ফ্যাকুন্ডো টোরেস।

ঘানা
গোলরক্ষক: মানাফ নুরুদিন, ইব্রাহিম ড্যানল্যান্ড, লরেন্স আটি-জিগি।
ডিফেন্ডার: তারিক ল্যাম্পটে, ডেনিস ওডোই, মোহাম্মদ সালিসু, গিডিয়ন মেনসাহ, জোসেফ আইদু, বাবা রহমান, ড্যানিয়েল আমার্টে, আলেকজান্ডার ডিজিকু, আলিদু সেদু।
মিডফিল্ডার: টমাস পার্টি, ইলিশা ওউসু, ড্যানিয়েল-কফি কাইরেহ, আন্দ্রে আয়ু, মোহাম্মদ কুদ্দুস, সালিস আব্দুল সামেদ।
ফরোয়ার্ড: আব্দুল ইসাহাকু, জর্ডান আইউ, ওসমান বুখারি, ইনাকি উইলিয়ামস, কামালউদ্দিন সুলেমানা, অ্যান্টোইন সেমেনিও, ড্যানিয়েল আফ্রি, কামাল সোওয়াহে

এসএইচ-১৯/১৯/২২ (স্পোর্টস ডেস্ক)