বিশ্বকে দোহায় স্বাগতম

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ের পর স্বাগত বক্তব্য দিয়ে তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২২তম বিশ্বকাপ আসরের।

ফুটবলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছিল কাতার। নানা সমালোচনা পেছনে ফেলে দারুণ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল ২৯দিন ব্যাপী এ মহাযজ্ঞের।

দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ৬০ হাজার দর্শকের সামনে উদ্বোধন করেন বিশ্বকাপের ২২তম আসরের।

বিশ্বকাপের থিম সং গেয়ে জাংকুক মঞ্চ ছাড়লে মঞ্চে আসেন আমির শেখ তামিম। এরপর স্বাগত বক্তব্য রাখেন তিনি। তার বক্তব্যে তিনি বলেন, ‘মানুষে মানুষে বিভেদ ভুলে এই ঐক্য দেখতে কী দারুণ লাগছে! বিশ্বকে দোহায় স্বাগতম!’

উদ্বোধণী ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

এসএইচ-১৯/২০/২২ (স্পোর্টস ডেস্ক)