মঙ্গলবার মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

ফাইনালে গিয়েও ২০১৪ সালের বিশ্বকাপে শিরোপার মুখ দেখেনি লিওনেল মেসির আর্জেন্টিনা, স্বপ্নভঙ্গ হয় মারিও গোটজের এক শটে। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। আরেকটি বিশ্বকাপ খেলতে নামছে আলবিসেলেস্তে শিবির। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার কাতার বিশ্বকাপ মিশন শুরু করবে লিওনেল স্ক্যালোনির দল। এবার শিরোপাটা জিততে চায় তার শিষ্যরা।

লুসাইল আইকনিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলতে নামবে আর্জেন্টিনা। পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ওপরই থাকবে ম্যাচের সব স্পটলাইট। পিএসজির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মেসিও সমর্থকদের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে আর্জেন্টিনার হয়ে বিশ্ব আসরের শিরোপা হাতে তোলার অপেক্ষায় আছেন।

চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা সঙ্গী করেই লিওনেল স্ক্যালোনির দল কাতারে খেলতে এসেছে। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের সামনে এখন একটাই লক্ষ্য, ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপটা নিয়ে দেশে ফিরে যাওয়া। সবশেষ ১৯৮৬ সালে কিংবদন্দি দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে যখন আর্জেন্টিনা বিশ্ব আসরের শিরোপা জিতেছিল, তখন মেসির জন্মও হয়নি।

২০১৯ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ২-০ গোলে হারানোর পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে কাতারে খেলতে এসেছে আত্মবিশ্বাসী আলবিসেলেস্তেরা। লাতিন অঞ্চলের বাছাইপর্বের কোনো পরাজয়ের স্বাদ পায়নি স্কালোনির দল। সব প্রতিযোগিতায় শেষ পাঁচটি ম্যাচে তারা জয়ী হয়েছে।

সবশেষ পাঁচ ম্যাচে কোনো গোলও হজম করেনি আর্জেন্টিনা। বিপরীতে প্রতি ম্যাচে অন্তত তিনটি গোলসহ মোট ১৬ গোল দিয়েছে। বিশ্বকাপের আগে সবশেষ প্রস্তুতি ম্যাচে তারা সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।

এসএইচ-০২/২২/২২ (স্পোর্টস ডেস্ক))