সেই দু:সহ স্মৃতি ব্রাজিলকে আজও পোড়ায়

কাতার বিশ্বকাপে ঘটে চলছে একের পর এক অঘটন। সৌদির বিপক্ষে আর্জেন্টিনার হারের পর, জাপানে বধ হয়েছে জার্মানি। আরেক বড় দল ব্রাজিল কিছুতেই বরণ করতে চায় না এমন পরিণতি। ২০ বছর আগে শেষ বিশ্বকাপ জেতা দলটি মরিয়া এবার শিরোপা পুনরুদ্ধারে। তরুণ সেলেসাও ফরোয়ার্ড রদ্রিগো জানিয়েছেন ২০০৬, ২০১০ ও ২০১৪ সালে স্বপ্ন ছুঁতে না পারার কষ্টের কথা।

২০০২ সালে রোনালদো-রোনালদিনহোদের তারকাখচিত ব্রাজিল জিতেছিল বিশ্বকাপ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সর্বোচ্চ মর্যাদার শিরোপা উঠেনি তাদের হাতে। ২০১৪ সালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হেরে রীতিমতো অপমানিত হয়ে দেশে ফিরেছিল ল্যাটিন দেশটি। ২১ বছর বয়সী রিয়াল ফরোয়ার্ড জানিয়েছেন কতটা বিপর্যস্ত হয়ে পড়েছিল সেসময় গোটা ব্রাজিল।

বুধবার প্রকাশিত এক কলামে রদ্রিগো লিখেছেন, ‘২০১৪ সালে আমি আমার বাবার সাথে এটা (সেমির জার্মানি ম্যাচ) মিনাস জারাইসে (ব্রাজিলের শহর) দেখি। আমি এটা নিয়ে কথা না বলতেই পছন্দ করব। আমি ফলাফলটাও বলব না।’

ব্রাজিলের ওপর পড়া সেই আসরগুলোর প্রভাব নিয়ে এই তরুণ তুর্কি বলেন, ‘দেখুন, আমরা ২০ বছর ধরে (হতাশায়) পুড়ছি। আমি কেঁদে ফেলেছিলাম যখন আমরা ২০০৬ সালে হারলাম। ২০১০ সালে আমি ওসাস্কোতে ছিলাম, দেখলাম সবাই রাস্তাগুলোকে সবুজ ও হলুদ রঙে রাঙিয়ে দিল।’

সবাই সব কাজ ফেলে ব্রাজিলের খেলা নিয়ে মগ্ন ছিল জানিয়ে রদ্রিগো যোগ করেন, ‘কেউই কাজ করছিল না। স্কুল? (এটার কথা) ভুলেই যান। এটা না যে স্কুল পালিয়েছি। কোন স্কুলই ছিল না। এমনকি শিক্ষকরাও পালিয়েছিল।’

বৃহস্পতিবার রাতে জি গ্রুপের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মরুর আসর শুরু করবেন নেইমার-রদ্রিগোরা। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ক্যামেরুন ও সুইজারল্যান্ড। হতাশা মুক্তির মিশনে শুরুটা কেমন করেন বড় ম্যাচের তারারা সেটাই এখন দেখার।

এসএইচ-০৯/২৪/২২ (স্পোর্টস ডেস্ক)