৩৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব মেসির জন্য

সৌদি আরবের প্রো লিগে এখনো অভিষেক হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। কিন্তু অভিষেকের আগেই বিভিন্ন রেকর্ড করে বসে আছেন রোনালদো ও তার বর্তমান ক্লাব আল নাসর। সিআর সেভেন ক্লাবে যোগ দেয়ার ঘোষণার পর এক সপ্তাহে ইনস্টাগ্রামে আল নাসরের অনুসারীর সংখ্যা বেড়েছে দেড় কোটির মতন।

বাজারে রোনালদোর নাম্বার সেভেন জার্সিরও চাহিদা বেড়েছে হু হু করে। যেন জার্সি বিক্রি আর ইনস্টাগ্রাম প্রভাব দিয়েই বড় বাণিজ্যিক দাও মেরে দিল সৌদি আরবের ক্লাব আল নাসর।

কিন্তু আন্তর্জাতিক ফুটবলকে শাসাতে আরও চমক দেখানোর অপেক্ষায় সৌদি প্রো লিগ। রোনালদোর প্রধান প্রতিপক্ষ লিওনেল মেসিকে দলে ভেড়াতে চাইছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

সৌদি ফুটবলে রোনালদোর প্রভাব দেখার পরই আরও সুদূর প্রসারী চিন্তা নিয়েই মেসিকেও সৌদি লিগে হাজির করতে চাইছে তারা। মিশর, গ্রিসের সঙ্গে মিলে ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে চায় সৌদি আরব। তার আগে দেশটির ফুটবল কাঠামো ও দেশের পর্যটক ব্যবস্থা জনপ্রিয় করতে সর্বোচ্চ চেষ্টার লক্ষ্যে বিশ্বকাপজয়ী অধিনায়ককে সৌদি আরবে নিতে চায় তারা। এর জন্য ৩৫০ মিলিয়ন ইউরোর এক প্রস্তাব দিতেও প্রস্তুত আল নাসরের প্রধান প্রতিপক্ষ আল হিলাল। এমনটাই দাবি করেছে স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভো।

যাতে করে সৌদি আরবে বসেও স্প্যানিশ ফুটবলের দৈরথের স্বাদ পাওয়া যায় তাই লক্ষ্য আয়োজকদের। সৌদি আরবের রিয়াদ ডার্বির জন্য এই মৌসুমেই মেসিকে সই করাতে চায় আল হিলাল। রিয়াদ ভিত্তিক সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তি করলে বছরে ৩শ মিলিয়ন ডলারের বেশি পারিশ্রমিক পেতে পারেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের সবুজ সংকেত পেলে পিএসজির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আল হিলাল। সবকিছু ঠিক থাকলে কি আবারও মেসি-রোনালদো দ্বৈরথ দেখা যাবে?

এসএ-১২/০১/২৩ (স্পোর্টস ডেস্ক)