বিশ্বকাপজয়ী ফুটবলার আন্দ্রে শার্ল। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। একাই করেছিলেন তিন গোল। খেলেছেন চেলসির হয়েও। সাম্প্রতিক সময়ে অর্ধনগ্ন অবস্থায় বরফের পাহাড়ে ঘুরে আলোচনায় এ তারকা ফুটবলার।
ইনস্টাগ্রামে পোস্ট হওয়া এক ছবিতে দেখা যায়, পাহাড়ে বরফের মধ্যে হেঁটে যাচ্ছেন তিনি। গায়ে কোনও জামা নেই। টুপি, হাফ প্যান্ট আর জুতো পরে হাঁটছেন তিনি।
সেই ছবি নিজেই পোস্ট করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী এ ফুটবলার। তিনি বলেছেন, -১৯ ডিগ্রি সেলসিয়াসে ছিলেন তিনি। পাহাড়ে ঠান্ডার মধ্যে এই হাঁটা এক ধরনের পরীক্ষা। তিনি খুবই উপভোগ করেছেন এটা।
ইনস্টাগ্রামে তিনি লেখেন, “আমাদের দারুণ একটা দল। ৩ দিন হয়ে গেল আমরা পাহাড়ে। মানসিক এবং শারীরিকভাবে আমার করা সব থেকে কঠিন কাজ এটা। শেষ সময় আমি কিছু অনুভব করতে পারছিলাম না। নিজের মধ্যে একটা শক্তিকে খুঁজে বার করতে হয়েছে এগিয়ে যাওয়ার জন্য। এই অভিজ্ঞতা আমি কখনও ভুলব না। -১৯ ডিগ্রি সেলসিয়াস, ১০০ কিলোমিটার গতিবেগে হাওয়া এসে মুখে লাগছে। বরফ পড়ছে, বৃষ্টি পড়ছে। এটা বুঝলাম যে, আমি নিজেকে যতটা শক্তিশালী মনে করি, আসলে আমি তার থেকেও বেশি শক্তিশালী। যদি মন থেকে কিছু করতে চাই, তাহলে সব বাধা টপকে আমি সেটা করতে পারি।”
মাত্র ২৯ বছর বয়সে অবসর নেন শার্ল। ক্লাবের হয়ে ৩৭০টি এবং দেশের হয়ে ৫৭টি ম্যাচ খেলেছেন তিনি।
এসএ-২৬/০১/২৩ (স্পোর্টস ডেস্ক)