বিপিএলে সাকিব-ইফতেখারের ব্যাটে বরিশালের বড় সংগ্রহ

শেষের দিকে চলে এসেছে বিপিএলের নবম আসর। ঢাকার শেষ পর্বে প্রথম ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স। শীতের বিকেলে নরম রোদে লড়াইটা জমেছে বেশ। ফজলে রাব্বির দারুণ ইনিংসে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বরিশাল। মিডল ওভারে কিছুটা রানের লাগাম টানে খুলনা। তবে শেষের দিকে আবারও বরিশাল ব্যাটারদের দাপট। তাতে বড় সংগ্রহই দাড় করিয়েছে সাকিব আল হাসানের দল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে খুলনাকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল। ৩১ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে বরিশালের বড় সংগ্রহের মূল কারিগর ইফতেখার আহমেদ।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বরিশাল। ব্যক্তিগত ১২ রানে এনামুল বিজয় ফিরলে চাপ সামলে নেন ইব্রাহিম জাদরান এবং ফজলে রাব্বি। ৩৯ রানে রাব্বি এবং ২৩ রানে ফেরেন জাদরান। এরপর বড় জুটিতে সাকিব-ইফতেখার আভাস দেন বড় সংগ্রহের।

২১ বলে ৩৬ রান করে ফেরেন বরিশালেন অধিনায়ক সাকিব। তখনও ব্যাট হাতে অবিচল ইফতেখার। খুলনার বোলারদের একের পর এক চার ছয়ে করেন সীমানা ছাড়া। তুলে নেন নিজের আসরের দ্বিতীয় অর্ধ-শতক। শেষ দিকে করিম জানাত ৮ বলে ১৭ রান করেন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ করেন ৪ রান। ৩১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন ইফতেখার। বরিশাল থামে ১৯৮ রানে।

এসএ-০৩/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)