বিদ্যুৎ বিভ্রাটের কবলে বিপিএলের খেলা

চলছিল বিপিএলের নবম আসরের প্রথম পর্বের শেষ ম্যাচের খেলা। এ ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল। ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বরিশাল।

যখন ব্যাটিং ইনিংসের কেবল ১.২ ওভার চলে বোলিংয়ে শফিকুল ইসলাম এবং স্ট্রাইক প্রান্তে মাহমুদউল্লাহ রিয়াদ। বোলিং করার জন্য শফিকুল যখন বোলিং প্রান্তে ফিরলেন তখন হঠাৎ অন্ধকার হয়ে যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বন্ধ হয়ে যায় খেলা।

এদিকে ম্যাচে হুট করে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় খেলা বন্ধ থাকে ১০ মিনিটের মতো। সন্ধ্যা ৭টা ৬ মিনিটে ঘটে এমন ঘটনা। পুনরায় খেলা শুরু হয় ৭টা ১৬ মিনিটে। এসময় মিরপুরে দেখা মেলে অদ্ভুত এক দৃশ্যের। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালান দর্শকরা। দুই দলের খেলোয়াড়রা এরপর গোল হয়ে দাঁড়ান। ফোনের আলোতে ভরসা করে ধীরে ধীরে যান ডাগ আউটের দিকে। পরে বিদ্যুৎ আসার পর আবার শুরু হয় খেলা।

অন্যদিকে কেন হুট করে স্টেডিয়াম অন্ধকার হয়ে গেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়াই স্টেডিয়ামে এমন অবস্থা হতে পারে।

এসএ-১১/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)