মাশরাফির সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো সোহানের রংপুর

টি-টোয়েন্টিতে টস একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বলা হয়, টস জয় তো ম্যাচের অর্ধেক জয় নিশ্চিত। বাকি অর্ধেক খেলে জিততে হবে। টস হেরে গেলে প্রতিপক্ষকে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হয়। তেমন পরিস্থিতিতে সবক্ষেত্রে টস বিজয়ী দলের চেয়ে কয়েকগুণ বেশি ভালো খেলতে হয়।

বিপিএলের ফাইনাল আগেই নিশ্চিত করে লেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের প্রতিপক্ষ হবে কে? মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স নাকি নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স? নির্ধারণ হবে খেলার পর। তবে টস নামক ভাগ্যের খেলায় জয় পেয়েছে রংপুরই।

টস জিতে স্বাভাবিকভাবেই চোখ বন্ধ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন নুরুল হাসান সোহান। তার ইচ্ছা রান তাড়া করে জিতবেন। কারণ, রান তাড়া করে জেতাটাই সহজ। সুতরাং, সিলেট স্ট্রাইকার্সকে স্কোরবোর্ডে বড় সংগ্রহই দাঁড় করাতে হবে।

এসএ-১৪/০২/২৩ (স্পোর্টস ডেস্ক)