অনুশীলনে ফিরলেন মেসি! নিষেধাজ্ঞা তুলে নিল পিএসজি?

ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। এরপর বহু জল গড়িয়েছে। মেসি ক্ষমা চেয়েছেন। কিন্তু পিএসজি তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো ঘোষণা দেয়নি। আজ সোমবার হঠাৎ করেই পিএসজির ভেরিফায়েড ফেসবুক পেইজে মেসির অনুশীলনের ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই সোমবার অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।’

এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, মেসির ওপর থেকে নিষেধাজ্ঞা কি প্রত্যাহার করে নিল পিএসজি? কোনো আনুষ্ঠানিক ঘোষণা এই রিপোর্ট লেখা পর্যন্ত আসেনি। কিন্তু নিষেধাজ্ঞার শর্ত অনুযায়ী তো ক্রিস্তফ গালতিয়েরের ক্যাম্পে মেসির থাকার কথা ছিল না। তাহলে ৬ দিন নিষিদ্ধ থাকার পর কীভাবে ফিরে এলেন মেসি?

লরাঁর বিপক্ষে পিএসজি হেরে যাওয়ায় এই ঝামেলার শুরু। ম্যাচটি জিতলে পরের দুই দিন ছুটি পেতেন মেসিরা। কিন্তু জিততে না পারায় পরের দিন অনুশীলন ঘোষণা করা হয়। এতেই বাঁধে বিপত্তি। কারণ মেসি আগে থেকেই সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। উদ্দেশ্য, দেশটির পর্যটনদূত হিসেবে নিজের প্রতিশ্রুতি পালন করা। মেসি হয়তো ধরেই নিয়েছিলেন যে লরাঁর বিপক্ষে ম্যাচটি জিতে যাবে পিএসজি। কিন্তু দল হেরে যাওয়ায় তিনি আর সফর বাতিল করতে পারেননি। তাই মেসিকে নিষিদ্ধ হতে হয়।

এরপর এক ভিডিওবার্তায় ক্ষমা প্রার্থনা করে মেসি বলেন, ‘সবকিছু শেষ হওয়ার পর আমি এই ভিডিওটি তৈরি করতে চেয়েছিলাম। প্রথমত, আমি অবশ্যই আমার সতীর্থ এবং ক্লাবের কাছে ক্ষমা প্রার্থনা করব। সত্যি বলতে আমি ভেবেছিলাম যে, ম্যাচটির পর আমরা একটি ছুটির দিন পাব। যেমনটা আগের সপ্তাহগুলোতে হয়েছিল। সে হিসেবে সৌদি আরবের এই সফরটি আগে থেকেই ঠিক করা ছিল। তাই বাতিল করা সম্ভব হয়নি। আমি আবারও আমার সতীর্থ এবং ক্লাবের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

এসএ-০৯/০৮/২৩ (স্পোর্টস ডেস্ক)