বিসিবি থেকে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও, বাকি দুই ফরম্যাটে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ২০০৫ সাল থেকে বাংলাদেশকে সার্ভিস দেয়ার কারণে এবার বিসিবি থেকে মুশফিক পেলেন বিশেষ সম্মাননা।

দেশের ক্রিকেটে বিশেষ অবদানের জন্য বিসিবি থেকে ১০ লাখ টাকার সম্মাননা পেয়েছেন ৩৬ বছর বয়সী এ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করেছেন মুশফিক। এ কীর্তির কারণেই তাকে এ সম্মাননা দিয়েছে বিসিবি।

এক সময় বাংলাদেশের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করেছেন মুশফিক। ২০০৫ সালে লর্ডসে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিলো মুশফিকের। আর ২০০৬ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তার।

২০২২ সালে অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন মুশি। বাকি দুই ফরম্যাটে খেলে যাচ্ছেন এখনও। ৮৬ টেস্ট, ২৪৮ ওয়ানডের সঙ্গে ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুশফিক। টেস্ট ক্রিকেট ৩৮.২৯ গড়ে ৫ হাজার ৫৫৩ রান করেছেন মুশফিক। আর ২৪৮ ওয়ানডেতে ৩৭.২৩ গড়ে ৭ হাজার ১৮৭ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে মুশফিকের রান ১৫০০।

এসএইচ-০৭/২০/২৩ (স্পোর্টস ডেস্ক)