ব্যাটিং ব্যর্থতায় প্রোটিয়াদের কাছে হারল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

রিজার্ভ ডেতে গড়ানো সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে বৃষ্টি আইনে ১০ রানে হেরেছে বাংলাদেশের যুবারা। এর ফলে, পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে সফরকারীরা।

খুলনার আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে নির্ধারিত ২৯ ওভারের ম্যাচে ব্যাট হাতে নেমে ৮ উইকেটে ১৪৫ রান করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ডেভিড টিজার ৩৭ ও জনাথন ফন জিল ৩১ রান করেন। বাংলাদেশের রাফি উজ্জামান রাফি ৩টি উইকেট নেন।

এরপর বৃষ্টি আইনে ২৯ ওভারে ১৬৩ রানের টার্গেট পায় বাংলাদেশ। জবাবে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে ২৮.৩ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

দলের পক্ষে রাফি অপরাজিত ৩৭, মোহাম্মদ শিহাব জেমস ২৯ ও আদিল বিন সিদ্দিক ২৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার কুয়েনা এমআফকা ৩৪ রানে ৪ উইকেট নেন। একই ভেন্যুতে ৯ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এসএইচ-১০/০৭/২৩ (স্পোর্টস ডেস্ক)