দেখা হয়ে গেল মেসি-জোকোভিচের

ক্রীড়াঙ্গনের নিজ নিজ ইভেন্টে দুজন কিংবদন্তি। ফুটবলে বিশ্বকাপ জয়ের মাধ্যমে সব পূর্ণতা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ টেনিসের সবচেয়ে প্রসিদ্ধ গ্র্যান্ডস্লাম এককভাবে জিতেছেন সর্বোচ্চ ২৩ বার। দুজনেরই এখন সাময়িক অবসর চলছে, তবে আবারও ব্যস্ততায় ডুব দেওয়ার আগে দেখা হয়ে গেল মেসি-জোকোভিচের। তাদের মাঝে থাকা ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস দুজনকে একত্রে পেয়ে বেশ উচ্ছ্বসিত।

সম্প্রতি চিনচিনাতিকে হারিয়ে আমেরিকান ওপেন কাপের ফাইনালে ওঠে মেসিদের মায়ামি। এর আগে তারা লিগস কাপের ফাইনাল জয়ের মাধ্যমে প্রথম কোনো শিরোপা জয়ের ইতিহাস গড়েছিল। প্রায় কাছাকাছি সময়ে চিনচিনাতি ওপেন ও এটিপি মাস্টার্স ১০০০-এর টাইটেল জিতেছেন জোকোভিচ। যেখানে ক্লাসিকাল লড়াইয়ে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজকে হারান তিনি। সেই সূত্র ধরেই দুই তারকা ক্রীড়াবিদ মেসি-জোকোভিচ এখন আমেরিকায় অবস্থান করছেন।

তাদের মিলনমেলায় মধ্যমণি হয়ে স্মরণীয় মুহূর্তকে ক্যামেরাবন্দীও করেছেন জর্জ মাস। পরবর্তীতে সেই ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। দুটি গোটের ইমোজি দিয়ে সেই ছবির ক্যাপশনে মায়ামির এই মালিক লিখেছেন, ‘হোয়াট অ্যা নাইট।’

এর আগে জুনে সর্বশেষ পিএসজির হয়ে খেলেছিলেন মেসি। যেখানে ক্লাবটি গত মৌসুমের একমাত্র লিগ ওয়ানের ট্রফিটি জিততে পেরেছিল। সেই শিরোপার উৎসবে একসঙ্গে দেখা গিয়েছিল মেসি-জোকোভিচকেও। তখন ফ্রেঞ্চ ওপেনে অংশ নিতে সার্বিয়ান টেনিস তারকা প্যারিসে অবস্থান করছিলেন। সেই সুবাদে সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসি ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের সঙ্গেও দেখা গেছে জোকোভিচকে।

আগামী রোববার (২৭ আগস্ট) আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হতে পারে মেসির। সেদিন ইন্টার মায়ামি নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে।

এসএ-১০/০৮/২৩ (স্পোর্টস ডেস্ক)