ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না এবাদত হোসেনের। আগামী বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তবে ইনজুরিতে আক্রান্ত এই পেসার আগস্টের আগে হয়তো ফিরতে পারছেন না।
ওয়ানডে বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পান এবাদত। পরে জানা যায়, তার লিগামেন্ট ইনজুরির কথা। সেটিতে করা হয়েছে অস্ত্রোপচারও। তবে এবার তাকে নিয়ে আরেকটি দুঃসংবাদ শোনালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এবাদতের দুর্দান্ত ফর্মে থেকেও বিশ্বকাপ খেলা হয়নি। টুর্নামেন্টের আগে ও পরে তাকে না পাওয়ার আফসোসের কথা জানান কোচ ও অধিনায়ক। এবার জানা গেলো, আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বরের আগে মাঠে ফেরা হচ্ছে না এবাদতের।
আজ মঙ্গলবার নান্নু সাংবাদিকদের বলেন, ‘এবাদতের আমার মনে হচ্ছে পরের মৌসুমটা দিয়ে শুরু করার সম্ভাবনা আছে। মানে আমাদের ঘরোয়া মৌসুম অগাস্ট-সেপ্টেম্বরে। হয়তো এর আগে সম্ভব না। এরকম একটা তথ্য আমাদের কাছে আছে। চূড়ান্ত আপডেট মেডিকেল থেকে না আসলে তো বলতে পারছি না।’
এসএ-০৪/১২/২৬(স্পোর্টস ডেস্ক)