বিসিএলের ফাইনালে দীপুর সেঞ্চুরি, রানার ‘ফাইফার’

ঘরের মাঠে কিছুদিন আগেই বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ফরম্যাটে অভিষেক হয়েছিল ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুর। যদিও সেখানে তার আশানুরূপ কিছু করা হয়নি। আজ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পূর্বাঞ্চলের হয়ে তিনি অনবদ্য এক সেঞ্চুরি পেয়েছেন। যার ওপর ভর করে উত্তরাঞ্চলের বিপক্ষে তারা ২৭৬ রানের বড় লক্ষ্য দিয়েছে। উত্তরাঞ্চলের হয়ে ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন পেসার নাহিদ রানা।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে গড়িয়েছে ১১তম বিসিএল আসরের ফাইনাল। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল। শুরুর দিকে তারা ছিল বেশ বিপর্যস্ত। ওপেনার সৈকত আলি ৪, মাহমুদুল হাসান জয় ১৬ এবং টাইগারদের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক মাত্র ৮ রানে ফেরেন। সেখান থেকে ইস্ট জোনকে টেনে তোলার মূল দায়িত্ব পালন করেছেন দীপু ও পারভেজ হোসেন ইমনও।

বাঁ-হাতি ওপেনার ইমনের ব্যাট থেকে এসেছে ৮৯ বলে ৭৩ রানের ইনিংস। তবে তার লড়াকু ইনিংস ছাপিয়ে গেছে দীপুর সেঞ্চুরি। শেষ পর্যন্ত ডানহাতি এই ব্যাটার ১২২ বলে ৯টি চার ও ২ ছক্কার বাউন্ডারিতে ১১৩ রানে অপরাজিত ছিলেন। এছাড়া মিডল অর্ডারে উইকেটরক্ষক ইরফান শুক্কুর একশ স্ট্রাইকরেটে ৩৬ রান করলে পূর্বাঞ্চল বড় সংগ্রহ পেয়ে যায়।

উত্তরাঞ্চলের পেসার রানা ১০ ওভারে এক মেডেনসহ ৫০ রানে নিয়েছেন পাঁচ উইকেট। এ নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি চারবার পাঁচ উইকেট নিয়েছেন। এছাড়া শহিদুল ইসলাম শিকার করেন এক উইকেট।

এসএ-০৯/১২/৩০(স্পোর্টস ডেস্ক)