টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ফেরা নিয়ে যা বললেন নির্বাচক

গত বছর আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। সেই সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

উইন্ডিজের বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে হারের পর বিশ্বকাপে মাহমুদউল্লাহর পরিবর্তে জাতীয় দলের অধিনায়ক করা হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিব নেতৃত্ব পাওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদ মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।

জাতীয় দলের হয়ে সবশেষ ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর থেকে তাকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা যায়নি।

চলতি বছরের শুরু থেকে অবশ্য ওয়ানডে ক্রিকেটেও উপেক্ষিত ছিলেন মাহমুদউল্লাহ। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ফেরানো হয় তাকে। সেই সিরিজে ভালো করায় বিশ্বকাপ দলে রাখা হয় সাবেক এই অধিনায়ককে।

আগামী বছরের জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ম আসরের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আসন্ন এই আসরকে সামনে রেখে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ফেরানো প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি ফরম্যাট থেকে এখনও অবসর নেয়নি। যেহেতু অবসর নেয়নি সেহেতু তার এখনও দলে ফেরার সুযোগ আছে। টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে কি না, আমার মনে হয় সেটা সামনেই বলে দিতে পারব। সামনে যেহেতু বিপিএল আছে সেখানে আশা করছি আরও নতুন খেলোয়াড়ও পাওয়া যাবে।

এসএ-০৫/১২/৩১(স্পোর্টস ডেস্ক)