হোয়াইটওয়াশে শঙ্কিত পাকিস্তান দলকে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ

ভারতের মতো বিদেশ সফরে বেহাল অবস্থা পাকিস্তান ক্রিকেট দলের। বিরাট কোহলি-রোহিত শর্মারা দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছেন।

ভারতের মতো প্রতিবেশী দেশ পাকিস্তানেরও একই অবস্থা। পাকিস্তান ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে।

বুধবার থেকে সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। তার আগে পাকিস্তান ক্রিকেট দলকে নিমন্ত্রণ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

সিডনির কিরিবিলি হাউসে পাকিস্তান দলের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। সেই সংবর্ধনা অনুষ্ঠানে বাবর আজমদের সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফও।

প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় চলতি সফরের শুরুতে পার্থ টেস্টে ৪৫০ রানের টার্গেট তাড়ায় ৮৯ রানে অলআউট হয়ে ৩৬০ রানের বিশাল ব্যবধানে হেরে যায়। এরপর মেলবোর্ন টেস্টে পাকিস্তান হারে ৭৯ রানের ব্যবধানে।

এসএ-০৫/০১/২৪(স্পোর্টস ডেস্ক)