মোবাইল ইন্টারনেট সংযোগ চালু হয়েছে

ভোট শেষ হওয়ার আড়াই ঘণ্টা পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট সংযোগ। তৃতীয় ও চতুর্থ প্রজন্মের সেবা থ্রি জি ও ফোর জি’ও এখন সচল রয়েছে।

রোববার সন্ধ্যায় বিটিআরসি ও মুঠোফোন অপারেটেরের শীর্ষ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিটিআরসির মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক জাকির হোসেন খান বলেন, ‘সাড়ে ছয়টার পর থেকে মোবাইল ইন্টারনেট সচল রয়েছে।’

গ্রামীণফোনের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে সাড়ে পাঁচটার পর থেকেই ইন্টারনেট সংযোগ ফিরতে শুরু করে।

দেশের বিভিন্ন স্থান থেকে ইন্টারনেট সংযোগ চালু হওয়ার তথ্য গ্রাহকেরাও নিশ্চিত করেছেন।’

এসএইচ-১০/৩০/১৮ (প্রযুক্তি ডেস্ক)