অ্যাপলের পর এবার হেলথ কেয়ার অ্যাপ আনছে গুগল

অ্যাপলের হেলথ ফিটের পর এবার হেলথ কেয়ার অ্যাপ আনছে সার্চ ইঞ্জিন গুগলও। সম্প্রতি এমনই গুঞ্জন ছড়িয়েছে। বর্তমানে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে।

অ্যাপের একটি স্ক্রিনশটও প্রকাশে এসেছে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।

তবে বিষয়টি সত্য হলে চলতি বছরের শেষের থেকে বাণিজ্যিকভাবে চালু হতে পারে এ অ্যাপ। প্রথমে এটি অ্যান্ড্রয়েড সিস্টেমেই পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

ফাঁস হওয়া স্ক্রিনশটের বরাতে জানা গেছে, এই অ্যাপের সাহায্যে গ্রাহকের সব মেডিক্যাল রেকর্ডস এক জায়গায় নিয়ে আসা যাবে। বিভিন্ন হেলথ কেয়ার প্রোভাইডারের কাছ থেকে এই অ্যাপে চিকিৎসার নথি নেওয়া যাবে।

এছাড়াও, নতুন গুগল হেলথ অ্যাপের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত তথ্য চিকিৎসক, বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করা যাবে।

এসএইচ-১৮/০৭/২১ (প্রযুক্তি ডেস্ক)