সাংবাদিকদের কাজ আরও সহজ করবে গুগলের এআই

নিউজ লেখার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগী হিসেবে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা টুলস। এমনই এক সুবিধা ব্যবহারে নিউজ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা চালাচালি করছে গুগল। গুগলের একজন মুখপাত্র বুধবার এ তথ্য জানান। খবর রয়টার্সের

তবে ওই মুখপাত্রের নাম প্রকাশ করা হয়নি। এদিকে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন পোস্টের সঙ্গে গুগল আলোচনা করেছে। এ তালিকায় আরও অনেকে রয়েছে।

গুগলের ওই মুখপাত্র জানান, এআই টুলস ব্যবহার করে একজন সাংবাদিক এক নিউজের বিভিন্ন শিরোনাম করতে পারবেন। এছাড়াও একই ঘটনা তিনি বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাতে পারবেন। এর মাধ্যমে কাজে গতি বাড়বে।

তিনি আরও বলেন, এসব টুলস ব্যবহারের ফলে সাংবাদিকদের কর্ম হারানোর ভয় নেই। এই টুলস শুধু সহায়ক হিসেবে কাজ করবে।

গুগলের এই টুলস ইতোমধ্যে নিউইয়র্ক টাইমস ব্যবহার করেছে। প্রতিষ্ঠানটি একে অসাধারণ বলে মন্তব্য করেছে।

তবে নিউজের একজন মুখপাত্র নিউইয়র্ক টাইমসের এআই টুলস ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন। তবে তিনি বলেন, গুগলের সঙ্গে আমাদের একটি ভালো সম্পর্ক রয়েছে। এছাড়া সাংবাদিকতার প্রতি গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

দেশে প্রথমবারের মতো চ্যানেল 24 এর পর্দায় সংবাদ পাঠ করল কৃত্রিম বুদ্ধিমত্তা অপরাজিতা (ভিডিও)
আগামী ২৫ বছরের মধ্যে যে ১৮ খাতে চাকরি হারাবে মানুষ

এদিকে নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের মন্তব্য জানতে যোগাযোগ করে রয়টার্স। কিন্তু রয়টার্সের আবেদনে সাড়া দেয়নি কেউ।

এসএইচ-০৮/২০/২৩ (প্রযুক্তি  ডেস্ক)