ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের প্রেমিকের আত্মহত্যার খবর শুনে প্রেমিকাও আত্মহত্যা করেছে।
সোমবার দেড় ঘণ্টার ব্যবধানে প্রতিপক্ষ (১৮) ও রত্ন রানী সরকার (১৪) নামে দুই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে৷
মৃত রত্না রানী সরকার সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের বিনয় সরকারের মেয়ে।
সে দারাজগাঁও হামিদ আলী খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। অপরদিকে একই ইউনিয়নের পাটিয়াডাঙ্গী গ্রামের বর্ম্মনের ছেলে প্রকিপক্ষ। সে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান খাদেমুল ইসলাম পৃথক দুটি আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছেলেটির আত্মহত্যার খবর শোনার কিছুক্ষণ পরেই মেয়েটির আত্মহত্যার খবর পাই। খবর পাওয়ার পর আমি তাদের বাসায় যাই। কি কারণে তারা আত্মহত্যা করেছে এটি এখনো পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে সেটা প্রেমঘটিত হতে পারে বা আলাদা কিছুও হতে পারে। দুই পরিবারের সঙ্গে কথা বলে হয়তো বিস্তারিত ঘটনাটি জানা যেতে পারে।
এসএইচ-১৪/০৮/২২ (উত্তরাঞ্চল ডেস্ক)