জয় পেলেও চিন্তার শেষ নেই লঙ্কান শিবিরে

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিলেও মিডল অর্ডারের ব্যাটিং ভাবাচ্ছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্টকে। না ভাবিয়েই বা যাবে কোথায়। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ব্যাটিং ভরাডুবির পর আফগানদের বিপক্ষে  মঙ্গলবার ভালো শুরুই করেছিলেন লঙ্কান ওপেনাররা। তবে ১৪৪ রান থেকে ১৫৯ রানে পৌঁছাতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা।

শ্রীলঙ্কার মিডল অর্ডারের ব্যাটিং ধস শুরু লঙ্কান ম্যানেজমেন্টকেই নয়; চিন্তায় ফেলে দিয়েছে দলের সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকেো। ওপেনার কুশাল পেরেরা ৭৮ রান করলেও দলের বাকি ব্যাটসম্যান ব্যর্থতা দলের সাফল্যের পথে অন্তরায় বলে মনে করেন তিনি, ‘তারা যেভাবে উইকেটগুলো ছুঁড়ে এসেছে, মিডল অর্ডার সত্যিই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ম্যাচে অনেকগুলো ”সফট ডিসমিসাল” ছিল।

তিনি আরও বলেন, ‘উইকেটের দিকে তাকিয়ে বোঝা গেছে, হাই স্কোরিং কোনো ম্যাচ হবে না। কিন্তু সন্দেহাতীতভাবে শ্রীলঙ্কা এর চেয়ে ভালো ব্যাটিং করতে পারতো। ২৫০ এর অধিক রান করা উচিত ছিল তাদের।’

এদিকে লঙ্কান দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ম্যাচ শেষে জানিয়েছেন, ‘বেশ কিছু অযাচিত শট খেলেছে ব্যাটসম্যানরা। যে কারণে দ্রুত উইকেটগুলো পড়েছে। এক ওভারে তো আমরা ৩ উইকেট হারিয়ে বসেছিলাম।’

তবে জয়কেও বেশ সাদরে গ্রহণ করে নিচ্ছেন হাথুরু। তিনি বলেন, ‘জয়টা আমাদের মনে অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। আমাদের জয় দরকার ছিল। যদিও ইনিংসের শেষটা ভালো হয়নি। তবে আগামী ম্যাচে আরও ভালো, জয়ের জন্য উদগ্রীব দলকে দেখতে পারবেন আপনারা।’

এসএইচ-১১/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)