সাকিবের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি

বিশ্বকাপ শুরুর আগেই তার শরীরী ভাষা জানান দিচ্ছিলো এবার হতে পারে বিশেষ কিছু। যা তিনি জানিয়েছেন বিশ্বকাপে নিজের ও দলের লক্ষ্যের কথা বলতে গিয়েও।

আর বিশেষ কিছু করার দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিয়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেও পারেননি দলকে জেতাতে। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও করলেন সেঞ্চুরি। ম্যাচের নিয়ন্ত্রণটাও রেখেছেন নিজের হাতেই। সাকিবের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরিতে ভর করে জয়ের পথে একটু একটু করে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

ইনিংসের ৩৪তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে টানা দ্বিতীয় সেঞ্চুরিটি পূরণ করেন সাকিব।

তার আগে ২০১৫ সালের বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়লেন সাকিব।

এসএইচ-২১/১৭/১৯ (স্পোর্টস ডেস্ক)