সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী এলাকায় ১০ম শ্রেণির স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে হাফিজুল ইসলাম (২০) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত হাফিজুল সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে।
ভ্রাম্যমান আদালতের পেশকার মিলন হোসেন জানান, বখাটে হাফিজুল দীর্ঘদিন ধরে চন্ডীদাসগাঁতী সৈয়দ আকবর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল।
বুধবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় উত্ত্যক্ত করাসহ প্রাইভেট কক্ষে একা পেয়ে জোরপূর্বক গায়ে হাত দেয়ার চেষ্টা করে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত। দুপুরে আদালতের বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডদেশ দেন।
বিএ-১৭/০৬-০৩ (উত্তরাঞ্চল ন্যাশনাল ডেস্ক)