রাজশাহী কলেজে জঙ্গিবাদ সচেতনতায় মোমবাতি প্রজ্জ্বলন

‘আলোর পথে যাত্রা’ এই স্লোগান কে সামনে রেখে রাজশাহী কলেজ ইয়ুথ সার্কেলের আয়োজনে জঙ্গিবাদ সচেতনতায় মোমবাতি প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজশাহী কলেজ শহীদ মিনারের সামনে মোমবাতি জ্বালিয়ে একটি র‌্যালি শুরু হয়। র‌্যালীটি কলেজে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের শহীদ মিনারের সামনে এসে শেষে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী পুলিশ বুরো আব ইনভেস্টিগেশান ইনচার্জ এএসপি আবুল কালাম আজাদ, ইয়ুথ সার্কেলের উপদেষ্টা আনিসুজ্জামান মানিক, মিজানুল ইসলাম ও এন্তাজ আলী, ইয়ুথ সার্কেলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা, সাবেক সভাপতি আশিক, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শামসুননাহার সুইটি, বর্তমান সহ-সভাপতি এম ওবাইদুল্লাহ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূরসহ ইয়ুথ সার্কেলের সদস্যবৃন্দ।

প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, জঙ্গিবাদ বা উগ্রবাদ শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা সারা বিশে^ই একটি বড় ধরণের সমস্যা। বর্তমানে বাংলাদেশ যে অবস্থানে আছে তাতে আমি মনে করি বাংলাদেশে জঙ্গিবাদ শূণ্য অবস্থানে আছে। শিক্ষার্থীরা জঙ্গিবাদ সচেতনতায় যে কর্মসূচী হাতে নিয়েছে এতে আমার খুব ভালো লেগেছে। আমি আগামীতে মাদকের বিরুদ্ধেও এ ধরণের একটি অনুষ্ঠানের আয়োজন করবো।

এএসপি আবুল কালাম আজাদ বলেন, যারা জঙ্গিবাদ ও উগ্রবাগ মতবাদের অনুসারী তারা সেই মতবাদকেই আদর্শ বলে মনে করেন। তাই জঙ্গি মতাদর্শের মোকাবেলা আদর্শ দিয়েই করতে হবে। আর এব্যাপারে তরুণ শিক্ষার্থীদের ভূমিকা অনেক।

তাই তরুণদের এগিয়ে আসতে হবে। পরে অতিথিরা ফানুষ উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিল দ্যা আমেরিকান সেন্টার ইউএস এ্যাম্বাসি ঢাকা ও সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভলপমেন্ট (সিসিডি)।

বিএ-০৯/০৭-০৩ (নিজস্ব প্রতিবেদক)