ইঞ্জিন ছাড়াই চলল ট্রেনের তিনটি কামরা

১৫টি কামরা নিয়ে মহারাষ্ট্রের নাসিক থেকে মুম্বইয়ের পথে রওনা দিয়েছিল পঞ্চবটি এক্সপ্রেস। ছত্রপতি শিবাজী টার্মিনাসে পৌঁছনোর ৫৪ কিলোমিটার আগে তিনটি কামরা বিচ্ছিন্ন হয়ে যায় মূল ট্রেন থেকে। ১২টি কামরা নিয়েই বেশ কিছুদূর চলে ট্রেনটি।

হঠাৎ চালক বুঝতে পারেন ট্রেনের তিনটি কামরা নেই। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে আগের স্টেশনকে জানান চালক। থানের কল্যাণ স্টেশনের কাছে তিনটি কামরা আটকে রয়েছে।

সঙ্গে সঙ্গে তিনটি কামরাকে এগিয়ে নিয়ে গিয়ে মূল ট্রেনের সঙ্গে আটকে দেওয়া হয়।

কেন্দ্রীয় রেলের মুখপাত্র সুনীল উডাসি জানিয়েছেন, হতাহত কেউ হননি। নিরাপদেই সব যাত্রী গন্তব্যে পৌঁছেছে। যদিও এই কারণে বেশ কিছুক্ষণ বিপর্যস্ত মুম্বই–নাসিক রেল পরিষেবা।

ইঞ্জিন থেকে ট্রেন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়, এর আগে ২০১৮ সালের এপ্রিল মাসে ওড়িশায় ইঞ্জিন ছাড়াই ১০ কিলোমিটার ছুটেছিল ট্রেন।

এসএইচ-২২/০৭/১৯ (অনলাইন ডেস্ক)