সার্জেন্ট কিবরিয়ার মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্ব পালনকালে যমুনা গ্রুপের কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন তার বাবা ইউনুস আলী সর্দার।

রিট আবেদনটি মঙ্গলবার হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী ২৮ জুলাই এ রিটের শুনানি হতে পারে।

রিটকারীর আইনজীবী মোহাম্মদ ফয়েজউল্লাহ ফায়েজ বলেন, রিটে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের রুল জারির পাশাপাশি গোলাম কিবরিয়ার পরিবারকে পারিবারিক খরচ মেটানোরও নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিবাদী হলেন- স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনার, বরিশাল ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, যমুনা ইলেকট্রনিকস ও অটো মোবাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং কাভার্ডভ্যান চালক মো. আব্দুল জলিল মিয়া।

গত ১৫ জুলাই পেশাগত দায়িত্ব পালনের সময় কাভার্ডভ্যান চাপায় আহত হন বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়া। পর দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

২০১৫ সালে পুলিশের চাকরিতে যোগ দেওয়া সার্জেন্ট গোলাম কিবরিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালী। আটক কাভার্ডভ্যান চালক জলিল মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কুচ্ছামারি এলাকার বাসিন্দা।

বিএ-২০/২৩-০৭ (ন্যাশনাল ডেস্ক)