বিশ্বকাপে অসাধারণ বোলিংয়ের দরুণ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জায়গা করে নিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ফ্লোরিডায় টি-টুয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি। তবে খেলতে যাওয়ার আগেই শামির ভিসা আটকে দিয়েছে মার্কিন দূতাবাস। অবশ্য পরবর্তীতে বিসিসিআইয়ের সহায়তায় ভিসা জটিলতা থেকে বের হতে পারেন তিনি।
শামি ও তার পরিবারের বিরুদ্ধে স্ত্রী হাসিন জাহান ২০১৮ সালে নির্যাতন, শ্লীলতাহানি, খুনের চেষ্টার একাধিক অভিযোগ এনে মামলা করেন। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শামির বিরুদ্ধে এখনও আদালতে মামলা চলছে। তার বিরুদ্ধে পুলিশের খাতায় স্ত্রী নির্যাতনের অভিযোগ থাকার কারণেই মার্কিন দূতাবাস ভারতীয় স্পিডস্টারের ভিসার আবেদন বাতিল করে।
ভারতীয় গণমাধ্যমে বোর্ডের বরাত দিয়ে জানানো হয়, পুলিশি ভেরিফিকেশন রেকর্ড অসম্পূর্ণ থাকায় শামির ভিসা প্রাথমিকভাবে নাকচ করা হয়েছিল মার্কিন দূতাবাসের তরফ থেকে। যদিও পরে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দেওয়া হয় এবং সমস্যার সমাধান হয়ে যায়।
তাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এগিয়ে আসতে হয়। নতুন করে ভিসার জন্য আবেদন করেন শামি। বোর্ডের সিইও রাহুল জোহরির হস্তক্ষেপে অবশেষে সমস্যা মিটেছে। তিনি মার্কিন দূতাবাসে চিঠি পাঠান। যাতে লেখা ছিল, শামির দেশের প্রতি অবদানের কথা। ভারতীয় দলের হয়ে শামির বিশ্বকাপে অংশগ্রহণের কথা। এছাড়া ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয় মার্কিন দূতাবাসে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি পেয়ে মার্কিন দূতাবাস পরে অবশ্য শামিকে ভিসা দেওয়ার আপত্তি তুলে নেয়।
এসএইচ-০৮/২৭/১৯ (স্পোর্টস ডেস্ক)