কামরানের যে রেকর্ড নেই ধোনি সাঙ্গা মুশফিকেরও

বাচ্চাসুলভ ভুল আর সহজ ক্যাচ ফেলে দেয়ার ক্ষেত্রে যে কেউ সবার আগে উদাহরণ টানেন পাকিস্তানের উইকেটরক্ষক কামরান আকমলের। বিশেষ করে ২০১১ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তার একের পর এক ক্যাচ মিস এখনও হাস্যরসের সৃষ্টি করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

তবে সেই আকরামই গড়েছেন এমন এক রেকর্ড, যা নেই এশিয়ার আর কোনো উইকেটরক্ষকের। এই মহাদেশের প্রথম উইকেটরক্ষক হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০০ ডিসমিসাল নিয়েছেন কামরান।

এশিয়ার অন্যতম সেরা উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি কিংবা মুশফিকুর রহীমদেরও নেই এ অর্জন।

চলতি কায়েদে আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে সিন্ধের বিপক্ষে ম্যাচে এ মাইলফলকে পৌঁছান তিনি। উইকেটের পেছনে গ্লাভস হাতে ৮৩৬টি ক্যাচ ও ৬৪টি স্টাম্পিং করেছেন কামরান। এছাড়া ফিল্ডার হিসেবেও ৬টি ক্যাচ রয়েছে তার।

তবে এশিয়ানদের মধ্যে সবার ওপরে হলেও, সবমিলিয়ে বেশ নিচেই অবস্থান করছেন কামরান। এ তালিকায় কামরানের অবস্থান ৩৩তম। ইংল্যান্ডের উইকেটরক্ষক বব টেলর ১৬৪৭ ডিসমিসাল নিয়ে রয়েছেন সবার ওপরে।

এসএইচ-১৩/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)