রাজশাহীর সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রাজশাহী সীমান্তে ৩ হাজার ৩৩০ পিস ইয়াবা ও ৪৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বাঘা, চারঘাট ও নগরীর মতিহার থানা এলাকায় তিনটি অভিযানে এসব উদ্ধার করে রাজশাহী বিজিবি।

দুপুরে বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাঘা উপজেলার পদ্মা নদীর চরে অভিযান চালায় আলাইপুর বিওপির তিন সদস্যের একটি দল।

এসময় ইঞ্জিন চালিত নৌকা ফেলে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে তাতে তল্লাসি চালিয়ে ৩ হাজার ৩৩০ পিস ইয়াবা।

নিয়মিত ওই অভিযানে নেতৃত্ব দেন বিজিবির আলাইপুর বিওপি’র সুবেদার মোঃ আবু তালেব।

এদিকে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী নগরীর মতিহারের মিডিল চরে অভিযান চালায় তালাইমারী বিওপির একটি দল।

ওই অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী বিজিবির উপ-অধিনায়ক মেজর আসিফ বুলবুল।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টির বস্তাভর্তি ২২৯ বোতল ভারতীয় ফেনসিডিলে উদ্ধার করে বিজিবি।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে জেলার চারঘাটের ইউসুফপুর সিপাহী পাড়ায় অভিযান চালায় ইউসুফপুর বিওপির একটি টহল দল। ওই অভিযানে একটি প্লাস্টির বস্তায় ভর্তি ২০৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, তিনটি অভিযানেই বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন চোরাকারবারিরা। ফলে তাদের সনাক্ত করা যায়নি।

উদ্ধারকৃত মাদক বিজিবির সিজার স্টোরে জমা করা হয়েছে। সময়মত সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে।

বিএ-০৩/০১-১২ (নিজস্ব প্রতিবেদক)