দানের ছবি তুলে ভাইরাল হতে চান না শাকিবা

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে অনেক চলচ্চিত্র তারকারাও এগিয়ে আসছেন। তারা তাদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন এবং সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার জন্য আহ্বানও জানাচ্ছেন। কিন্তু সহযোগিতা করে সে ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভাইরাল হওয়ার পক্ষে নন চলচ্চিত্রের উঠতি নায়িকা শাকিবা।

এই অভিনেত্রী বলেন, ‘আমার সামর্থ্য অনুসারে যতদূর সম্ভব আমার পরিচিতদের সহায়তা দেয়ার চেষ্টা করছি। যারা বর্তমানে অসহায় জীবনযাপন করছেন। কিন্তু সেসবের ছবি তুলে ফেসবুকে দিয়ে আমি ভাইরাল হতে চাই না। কারণ, এতে যাদের সহযোগিতা করা হচ্ছে তাদের ছোট করা হয়।’

বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এবং তারকাদের ব্যক্তিগত উদ্যোগে নানা ধরনের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। তাতে বেশি প্রাধান্য পাচ্ছে সাহায্যদাতার ছবি। ফেসবুক ছয়লাপ হয়ে যাচ্ছে সে সব ছবিতে।

এর সঙ্গে দ্বিমত পোষণ করে শাকিবা বলেন, ‘ধর্ম অনুসারেই দানের কথা জানান দেয়া ঠিক নয়। যে মানুষটি দান গ্রহণ করছেন, তিনি কর্মহীন বলেইতো দান গ্রহণ করছেন। অসচ্ছল, দিনমজুর, ছিন্নমূল মানুষরাইতো দান নিচ্ছেন। তার ছবিটি ছেপে দিয়ে তাকে বিব্রত করা হবে কেন?’

নায়িকা বলেন, ‘বিশেষ করে চলচ্চিত্রশিল্পে দৈনিকভিত্তিতে যারা কাজ করতেন, তারা সাময়িক অসুবিধায় পড়েছেন। আমরা যারা সচ্ছল আছি, তারা ওদের সহযোগিতা করছি। এই সহযোগিতার ছবি তুলে ভাইরাল করার মধ্যে কোনো মাহাত্ম্য আছে বলে আমি মনে করি না।’