শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে টাইগ্রেসদের দাপুটে জয়

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে লঙ্কান মেয়েদের বিপক্ষে তিন করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগ্রেসরা। এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ের আগেই মাত্র ১১৬ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। এরপর স্বল্পপুঁজি তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশের ইনিংস। ফলে ২৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হন দুই ওপেনার শামীমা সুলতানা (৭) ও মুর্শিদা খাতুন (২)। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে কোনো রান করার আগেই সাজঘরে ফেরেন সোবহানা মোস্তারি। চারে নেমে অধিনায়ক জ্যোতি করেন ১১ রান। রিতু মনি করেন ১৭ রান।

১০ নম্বরে ব্যাট করতে নেমে সুলতানা খাতুনের ব্যাটেই রক্ষা পায় টাইগাররা। প্রথমবার দলে ডাক পাওয়া সুলতানা ৬০ বল খেলে ২ চার ১ ছক্কায় করেন সর্বোচ্চ ৩২ রান। জাহানারা আলম অপরাজিত থাকেন ১৬ রানে। ফলে নির্ধারিত সময়ে ১১৬ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

স্বল্প লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় লঙ্কান মেয়েরা। তবে শেষ পর্যন্ত টাইগ্রেস স্পিনার ফাহিমার বিষে নীল হয়ে যায় স্বাগতিকরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন লিমাসা থিমেসানি। এ ছাড়া ১৯ রানে অপরাজিত ছিলেন পিয়ুমি ওয়াথাসালা। ১৮ রান করেন মাদুশিকা।

বাংলাদেশে হয়ে স্পিনার ফাহিমা খাতুন নেন ২২ রানে ৪ উইকেট। তার সঙ্গে ২ টি করে উইকেট নেন দিশা বিশ্বাস ও নাহিদা আক্তার।

কলম্বোর পি সারা ওভালে ২৯ এপ্রিল, ২ মে ও ৪ মে ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল। এরপর টি-টোয়েন্টি সিরিজের আগে কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে ৭ মে প্রস্তুতি ম্যাচ খেলবে দুই দল। টি-টোয়েন্টি সিরিজে ৯ মে, ১১ মে ও ১২ মে লঙ্কান মেয়েদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। খেলাগুলো হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।

বাংলাদেশের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

এসএ-১১/২৭/০৪ (স্পোর্টস ডেস্ক)