যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থান করা ১ লাখেরও বেশি বাংলাদেশির বৈধতা মিলতে পারে। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হকের ফেসবুক স্ট্যাটাসে দেয়া লিংক এ তথ্য জানা গেছে।
তিনি বলেন, নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডনের মেয়র থাকাকালে ৫ লাখেরও বেশি অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে তৎকালীন সরকারকে আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি ওই মতের পক্ষে রয়েছেন।
জানা গেছে, বরিস প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার, হাউস অব কমন্সে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এমপি রূপা হক।
রূপা হক জানতে চান, অবৈধদের সাধারণ ক্ষমার আওতায় এনে বৈধতা দেয়া হবে কী না। জবাবে বরিস জানান, আগের সরকার অবৈধদের বের করে দিতে চেয়েছিল। কিন্তু তার সরকার এ ব্যপারে আন্তরিক।
রূপার তথ্য মতে, মেয়র থাকাকালে ২০০৯ সালে বরিস বলেছিলেন, ১০ বছরের বেশি সময় যারা অবৈধভাবে ব্রিটেনে আছে, তাদের বৈধতা দিলে একদিকে বৈধ শ্রমিক মিলবে, অন্যদিকে সরকারও ট্যাক্স পাবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে বর্তমানে ৫ লাখেরও বেশি বৈধ অভিবাসীর পাশাপাশি, এক লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি রয়েছেন। প্রধানমন্ত্রী বরিসের বক্তব্য কার্যকর হলে ১ লাখেরও বেশি বাংলাদেশি বৈধতা পাবে।
এসএইচ-০৫/২৭/১৯ (প্রবাস ডেস্ক)