আমিরাতে ৫ বছরের ট্যুরিস্ট ভিসার নিয়ম

পর্যটকদের জন্য মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের পাঁচ বছর মেয়াদী ট্যুরিস্ট ভিসা ও সাধারণ নিয়মিত ট্যুরিস্ট ভিসার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে।

নতুন ঘোষিত পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসায় একটানা ছয় মাসের বেশি থাকা যাবে না। ছয় মাসের মধ্যে আমিরাত ছেড়ে যেতে হবে।

পরবর্তীতে পাঁচ বছরের মধ্যে যেকোনো দিন আবার আমিরাতে প্রবেশ করা যাবে। সাধারণ ট্যুরিস্ট ভিসা ও পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা আবেদনের মধ্যে কোন ভিন্নতা নেই। সাধারণ ট্যুরিস্ট ভিসার আবেদন ও শর্ত আসন্ন মাল্টিপল ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও প্রযোজ্য।

এছাড়া পূর্বের নিয়মেই ট্যুরিস্ট ভিসাদারী পর্যটকরা ব্যবসা- বাণিজ্য অথবা চাকুরির কোন কোন সুযোগ নেই।

উল্লেখ্য, ৬ জানুয়ারি আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম মন্ত্রিসভায় পাঁচ বছর মেয়াদী মাল্টিপল ট্যুরিস্ট ভিসার অনুমোদন দেন। শিগগিরই মাল্টিপল -ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত করা হবে।

এসএইচ-০৭/১৫/২০ (প্রবাস ডেস্ক)