বাড়ছে বাংলাদেশিদের সমাগম

করোনা সংক্রমণ কমে আসায় সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততম শিল্পনগরী আজমানের বাংলা বাজার হিসেবে পরিচিত, কারামায় আবারো বাংলাদেশিদের সমাগম বেড়েছে।

হাজার হাজার প্রবাসীর ভিড়ে পুরো এলাকা পরিণত হয়েছে একখণ্ড বাংলাদেশে। কিন্তু স্বাস্থ্যবিধি না মানায় ওই এলাকায় আবারো করোনা সংক্রমণের আশঙ্কা করছেন অনেকে।

সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশের একটি আজমান। প্রদেশটি শিল্পাঞ্চল হিসেবে রূপ নেয়ায়, অসংখ্য প্রবাসী বাংলাদেশি জীবিকার সন্ধানে ভিড় করেন এখানে। কারামা বাংলা বাজার যেন প্রবাসীদের প্রাণের ঠিকানা। করোনার কারণে কিছুদিন থমকে থাকার পর, আবারো পুরনো রূপ পেয়েছে বাজারটি।

কর্মহীন বাংলাদেশিরা জীবিকার তাগিদে এখানে নানা ধরনের কাজ করেন। তবে কাজ না পেয়ে অনেকে আবার আইন অমান্য করে ফুটপাতে ব্যবসা করছেন।

আমিরাতে করোনা সংক্রমণ কমে আসলেও বাজারে অতিরিক্ত ভিড় ও স্বাস্থ্যবিধি না মানায় আবারো করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রত্যাশা সবার।

এসএইচ-০৫/১৯/২০ (প্রবাস ডেস্ক)